৫৫০ সন্তানের জনক মাইজারকে এবার থামতে বললেন আদালত

নিউজটি শেয়ার লাইক দিন

আন্তর্জাতিক ডেস্ক: নেদারল্যান্ডসের জোনাথান জ্যাকব মাইজার। স্পার্ম ডোনেট করে রীতিমতো সামাজিক যোগাযোগ থেকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সম্প্রতি আলোচনায় তিনি।

তবে এবার শুক্রাণু ডোনেশনে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নেদার‍্যালেন্ডসের একটি আদালত। শুক্রবার (২৮ এপ্রিল) দেশটির আদালত এ আদেশ জারি করে।

আদালতের রায়ে বলা হয়েছে, আবারও শুক্রাণু ডোনেটের চেষ্টা করলে তাকে এক লাখ ইউরো জরিমানার মুখে পড়তে হবে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১৮ লাখ টাকা!

পেশায় গায়ক জোনাথান জ্যাকব মাইজারের বয়স ৪১। প্রায় ১৩টি ক্লিনিকে স্পার্ম ডোনেট করেছেন তিনি, যার মধ্যে ১১টি নেদারল্যান্ডসে। আমস্টার্ডার্মের ‘ডোনার কাইন্ড’ ফাউন্ডেশন ও মাইজারের স্পার্মের মাধ্যমে গর্ভবতী হওয়া এক ডাচ নারী তার বিরুদ্ধে মামলা করার পর বিষয়টি আলোচনায় আসে।

স্পার্ম ডোনেশন নিয়ে মিথ্যা বলে সন্তান প্রত্যাশী যুগলদের কাছে নিজের স্পার্ম ডোনেট করে যাচ্ছিলেন তিনি।

২০০৭ সালে স্পার্ম ডোনেশন শুরু করেন মাইজার। প্রায় ৫৫০ থেকে ৬০০ সন্তানের জন্ম হয় তার স্পার্মে। ২০১৭ সালে ডাচ ক্লিনিকগুলো তার ওপর নিষেধাজ্ঞা জারির পরও দমাতে পারেনি তাকে। তারপরও অনলাইনের মাধ্যমে বিদেশে স্পার্ম ব্যবসা শুরু করেন তিনি।

১২ জনের বেশি নারীকে স্পার্ম দেওয়া কিংবা ২৫ এর বেশি সন্তানের পিতা হওয়ার নিয়ম নেই দেশটিতে।

বর্তমানে কেনিয়ায় থাকেন মাইজার।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *