হাসপাতাল থেকে ৩ করোনা রোগীর পলায়ন

নিউজটি শেয়ার লাইক দিন

মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালিয়ে গেছে এক নারীসহ তিনজন করোনা আক্রান্ত রোগী।
বুধবার দুপুরের দিকে ওই রোগীরা হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় পালিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মকসেদুল মোমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রামানন্দ পাল করোনা আক্রান্ত ব্যক্তিদের উপজেলার সদরের রুইজানি এলাকার দুইজন ও বিনোদপুর এলাকার একজনের বসতবাড়িতে লালপতাকা টাঙিয়ে লকডাউন করে দিয়েছেন।
বিষয়টি মহম্মদপুর থানাকে লিখিতভাবে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্র জানায়, ৩১ মে করোনার উপসর্গ নিয়ে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করোনা ওয়ার্ডে ভর্তি হন ছয় ব্যক্তি। মঙ্গলবার তাদের নমুনা পরীক্ষার জন্য যবিপ্রবি ল্যাবে পাঠানো হয়। বুধবার দুপুরে ল্যাব থেকে দেওয়া প্রতিবেদনে তিনজন রোগীর করোনা পজিটিভ আসে। তাদের একজন নারী ও দুইজন পুরুষ। সাথে সাথে ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্তরা বিষয়টি তাদের জানান।
হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) কাজী আবু আহসান বলেন, বুধবার দুপুরের দিকে ওই তিন রোগীকে খুঁজতে যান ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। তখন থেকেই তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনকী ভর্তি রেজিস্ট্রারে থাকা রোগীর মোবাইলফোন নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছে। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, পালিয়ে যাওয়া করোনা আক্রান্তরা হচ্ছেন মহম্মদপুর উপজেলা সদরে রুইজানি গ্রামের হাসান উদ্দিন মুন্সীর ছেলে আলী আকবর মুন্সী (৬০), একই গ্রামের তমাল মোল্যার ছেলে আবু মোল্যা (৬০) ও বিনোদপুর এলাকার হাসেম মৃধার স্ত্রী (৫০) খাদিজা বেগম।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস জানান, পালিয়ে যাওয়া তিন করোনা রোগীর সন্ধান পেতে তারা কাজ করছেন। আত্মীয়দের মাধ্যমে তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *