যুক্তরাষ্ট্রে হেনরির তাণ্ডবে নিহত ২২

নিউজটি শেয়ার লাইক দিন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ঘূর্ণিঝড় হারিকেন হেনরি ঘন্টায় ৯৫ কিলোমিটার বেগে আঘাত হেনেছে।ঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব উপকূলে এলাকা।ঝড়ের আঘাতে এখনো পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে কয়েক লক্ষ লোক।

রোববার (২২ আগস্ট) দুপুরের পর রোড আইল্যান্ড উপকূলে আছড়ে পড়ে ক্যাটাগরি ১ মাত্রার এ ঘূর্ণিঝড়। হারিকেনের প্রভাবে নিউজার্সি থেকে শুরু করে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে ভারি বৃষ্টি অব্যাহত রয়েছে। টেনেসিতে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। এ রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে।

স্থানীয় সময় রোববার বিকেলে রোড আইল্যান্ড উপকূলে আঘাত হানে হারিকেন ‘হেনরি।’। ঘূর্ণিঝড়ের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে পুরো এলাকা। বাড়ি-ঘরের ক্ষয়ক্ষতির পাশাপাশি উপড়ে গেছে বহু গাছ পালা।

আরও পড়ুন- ইউএনও’র বাসায় হামলা: অবশেষে দুই পক্ষের সমঝোতা

হারিকেনের প্রভাবে নিউ জার্সি ও ম্যাসাচুসেটসসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টেনেসি অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে বহু ঘরবাড়ি। ধ্বংসস্তূপের ভেতর আটকে পড়া গাড়িতে হঠাৎ আগুন ধরে গেলে ক্ষয়ক্ষতি হয়।

ব্রিজ ও রাস্তা-ঘাটও ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। বন্যায় আটকা পড়েছেন অনেকে। তাদের উদ্ধারে হেলিকপ্টার নিয়ে কাজ শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়ের কারণে ৭৪ হাজারে বেশি বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এরইমধ্যে কানেকটিকাটের বিদ্যুতহীন হয়ে পড়েছে ২০ হাজারের বেশি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সেখানকার বাসিন্দারা। নিউইয়র্ক ও নিউ ইংল্যান্ডে বন্যার আশঙ্কায় সরিয়ে নেওয়া হয়েছে উপকূলের বাসিন্দাদের। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী উদ্ধার কাজ অব্যাহত রেখেছে। পাশাপাশি রেডকসেন্ট ও দাতব্য সংস্থা গুলো দুর্যোগ এলাকায় কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *