মুক্তিপণের টাকা না দেওয়ায় কলেজ শিক্ষার্থীকে হত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক, যশোর :  যশোরে মুক্তিপণের ৫০ লাখ টাকা না পেয়ে নুরুজ্জামান বাবু (১৮) নামে এক কলেজ  শিক্ষার্থীকে অপহরণের পর হত্যা করেছে অপহরণকারীরা। বৃহস্পতিবার (৪ জুন) সকালে পুড়াখালী বাঁওড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। আটকদের স্বীকারোক্তিতেই বৃহস্পতিবার সকালে পুড়াখালি বাঁওড়ের কচুরিপানার নিচ থেকে নুরুজ্জামানের মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, নুরুজ্জামান বাবু অভয়নগর উপজেলার পুড়াখালি গ্রামের ইমরান গাজীর ছেলে।  নিহত নুরুজ্জামান বাবু অভয়নগরের ধোপাদি এসএস কলেজের বাণিজ্য বিভাগ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। যশোরের অভয়নগরে তিনদিন আগে অজ্ঞাত দুর্বৃত্তরা ওই শিক্ষার্থীকে অপহরণ করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।  ঘটনার দায় পুলিশ অভয়নগর উপজেলার পুড়াখালি গ্রামের রিফাত আহমেদ ও ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরের আব্দুর রাজ্জাক  দুজনকে আটক করেছে।

অভয়নগর থানার  অফিস ইনচার্জ (ওসি )তাজুল ইসলাম জানান, গত ১ জুন বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন নুরুজ্জামান বাবু।পরে অজ্ঞাত দুর্বৃত্তরা নুরুজ্জামানের পিতার কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দবি করে ফোন করে। এ ব্যাপারে ২ জুন নুরুজ্জামানের পিতা অভয়নগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি আরো জানান  হত্যাকান্ডে জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।  তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর এই প্রকৃত ঘটনা জানা যাবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *