যশোরে পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্র-মাদকসহ আটক ৪

নিউজটি শেয়ার লাইক দিন

যশোর প্রতিবেদক: যশোরে গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দু’টি অভিযানে সাড়ে চার কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী ও অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ দু’টি আগ্নেয়াস্তও একটি অ্যাপাচি মোটরসাইকেল সহ তিন চাঁদাবাজকে হেফাজতে নেয়।

সোমবার দুপুর থেকে রাত এগারোটা পর্যন্ত যশোর বেনাপোল বাহাদুরপুর ডুবপাড়া ও যশোর শঙ্করপুর জোয়ারদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চাঁদাবাজির অভিযোগে তাদেরকে আটক করেন।

https://www.novanews24.com/wp-content/uploads/2023/05/43020232225.jpg

যশোর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে যশোর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের এসআই নিতাই চন্দ্র দাস, এসআই রইচ আহমেদ, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডল, এএসআই ইমদাদুল হকের সমন্বয়ে একটা চৌকস টিম বেনাপোল ডুপপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাড়ে চার কেজি গাঁজাসহ শারজুল ইসলাম (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। সে ওই এলাকার মৃত এজোবারের ছেলে।

অন্যদিকে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মফিজুল ইসলাম,,এসআই শফি আহমেদ রিয়েলের সমন্বয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাত সাড়ে দশটার দিকে যশোর শঙ্করপুর জোয়ারদার পাড়ায় ফারদিন গ্লাস এন্ড প্লাস্টিক ষ্টোরের মালিক আশরাফুল হাসান বিপ্লবের কাছে চাঁদাবাজির ঘটনায় তিন জনকে আটক করেন।

আটককৃতরা হলেন, শংকরপুর জমাদ্দার পাড়ার মৃত মুরাদ সরদারের ছেলে জুম্মান (৩৮)। বর্তমান যশোর খড়কি দক্ষিণ হাজাম পাড়া হাজেরা বেগমের ভাড়াটিয়া, যশোর খোড়কি দক্ষিণ হাজামপাড়া এলাকার হাদিউজামানের ছেলে আরমান মোল্লা (৩০)ও যশোর সদর উপজেলার কাজিপুর বলাডাঙ্গা এলাকার জাকির হোসেনের ছেলে  রাহাত হোসেন (২৫)। সে যশোর শংকরপুর কলেজ রোড হোসেন মোল্লার বাড়ির ভাড়াটিয়া।

https://www.novanews24.com/wp-content/uploads/2023/05/430202322230.jpg

 

এর আগে যশোর র‌্যাব-৬, এর সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে যশোর শংকরপুর জোরদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি ওয়ানশুটার গান উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে তাদের আদালতে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে যশোর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার। এ ব্যাপারে অধিকতর তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *