যশোরে করোনায় কেড়ে নিলো আরো ১১ প্রাণ

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার:  আজ যশোরে করোনা ও করোনা ভাইরাসের উপসর্গে নিয়ে আরও ১১ জনের প্রাণ গেছে।

সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টার মধ্যে যশোর জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে এ প্রাণহানির ঘটনা ঘটেছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে ৮ জন।  করোনা উপসর্গে নিয়ে ৩ জনের মৃত্যুর হয়েছে।

এ পর্যন্ত জেলায় মোট করোনায় আক্রান্ত আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৩৭৫ জন। মোট সুস্থ হয়েছে ১১ হাজার ৭০৭ জন। যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেড জোনে ভর্তি আছেন ১২০ জন।

অপরদিকে,  ২৪ ঘন্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিম সেন্টারে ৬৩০টি নমুনা পরীক্ষা করে ১৬৫ জনের দেহে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

নতুন করে করনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে যশোর সদর উপজেলায় ১১৯ জন,কেশবপুরে ২ জন, ঝিকরগাছায় ১৪ জন, অভয়নগরে ২ জন, মনিরামপুরে ১৫ জন, বাঘারপাড়ায় ৫ জন, শার্শায় ৫ জন এবং চৌগাছায় ৩ জন।

যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এ পর্যন্ত জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ হাজার তিনশ’ ৭৫ জন। মোট সুস্থ হয়েছেন ১১ হাজার সাতশ’ ৭ জন। যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেড জোনে ভর্তি আছেন একশ’২০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *