বেপরোয়া যশোরের উড়ন্ত ছিনতাইকারীরা

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি,যশোর : দিন দিন বেপরোয় হয়ে উঠেছে যশোরের উড়ন্ত ছিনতাইকারীরা। বিলাস বহুল মোটরসাইকেল নিয়ে এসব ছিনতাইকারীরা চলন্ত রিক্স ইজিবাইকের যাত্রীদের মূল টার্গেটে পরিনত করেছে। প্রতিদিনই শহরের গুরুত্ব পূর্ণ সড়কগুলোতে তাদের দৌরত্য। প্রতিনিয়ত শহরের বিভিন্ন সড়কে রিক্সা ইজিবাইক যাত্রীদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে সর্বস্ব। সর্বশেষ শুক্রবার দুপুরে শহরের জেলা ও দায়রা আদালত মোড়ে উড়ন্ত ছিনতাইকারীর ছোবলে রিকশা থেকে কোলের শিশু সন্তানসহ রাস্তর ওপর ছিটকে পড়ে আহত হয়েছেন এক নারী। আহতরা হলেন মাগুরার শালিখা উপজেলার আরখাদা গ্রামের উত্তম বিশ্বাসের স্ত্রী দিপালী বিশ্বাস (৩০) ও তার ছেলে রিকো বিশ্বাস (৪)। আহতরা যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।

আহত দিপালীর ভাই মিঠুন বিশ্বাস জানান, বোন দিপালী ও দুই ভাগনে রিকো ও আপনকে নিয়ে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বাবার বাড়ি থেকে বোনের শ্বশুরবাড়ি মাগুরায় তাকে পৌঁছে দিতে যাচ্ছিলেন। শহরের চাঁচড়া মোড় থেকে তারা একটি ব্যাটারিচালিত রিকশায় করে উপশহরের বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। জজ আদালত মোড়ে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তার বোনের হাতের ব্যাগ ধরে টান দেয়। এসময় তার বোন ও ছোট ভাগনে রিকো চলন্ত রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাদের চিৎকারে পথচারীরা এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। মিঠুন বিশ্বাস বলেন, তার ভাগনের মাথায় আঘাত লেগেছে। তার বোন হাত ও পায়ের হাঁটুতে মারাত্মক আঘাত হয়েছেন।

শহরে প্রতিনিয়ত যাতায়াতকারী একাধিক ব্যক্তি জানায়,শুধু দিপালী বিশ্বাস নয়, তার মতো অনেকেই প্রায়ই উড়ন্ত ছিনতাইকারীর কবলে পড়ছেন। এর আগে ১০ সেপ্টেম্বর রাত ৯টার দিকে যশোর পৌরসভার সামনে উড়ন্ত ছিনতাইকারীরা উষা আক্তার (২১) নামে আরও এক রিকশা আরোহী নারীর ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এসময় তিনিও রিকশা থেকে পড়ে আহত হন। উষা শহরের চাঁচড়া ডালমিল এলাকার টুকু রহমানের মেয়ে। গত ৮ আগস্ট বিকেলে তালবাড়িয়ায় এনজিওকর্মী অনুপমা বিশ্বাসের টাকা ভর্তি ব্যাগ ছিনতাই হয়। তিনি এনজিওর ুদ্র ঋণের টাকা সংগ্রহ করে ফিরছিলেন। ১৯ আগস্ট রাতে শহরের ঈদগাহর সামনে সাহাবুদ্দিনের খান নাসিম নামে এক ব্যক্তির ব্যাগ উড়ন্ত ছিনতাইকারীরা নিয়ে যায়। এছাড়াও একইভাবে প্রতিদিন ছিনতাইকারীরা পথচারীর হাতের মোবাইল ফোন টান দিয়ে নিয়ে চলে যায়।

যশোর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। এছাড়াও শহরের উড়ন্ত ছিনতাইয়ের ঘটনার প্রতিরোধে পুলিশ তৎপর রয়েছে। বিভিন্ন সময়ে ছিনতাইকারী আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *