বেনাপোল মহাসড়কের শতবর্ষী ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের দাবিতে মানববন্ধন

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: যশোর-বেনাপোল মহাসড়কের   শতবর্ষী  জীর্ণ ও মৃতপ্রায় ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের দাবতে  মানববন্ধন করেছে যশোর নাগরিক অধিকার আন্দোলন  কমিটি । আজ মঙ্গলবার সকালে যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ কলোনী বাজারে এ মানববন্ধন করা হয়।কর্মসূচিতে সম্প্রতি ঘূর্ণিঝড় আম্পানে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরাও অংশ নেন।

উল্লেখ্য গত ২০ মে ঘূর্ণিঝড় আম্পানে যশোর-বেনাপোল মহাসড়কে ১৩টি গাছ উপড়ে পড়েছে। এর মধ্যে তিনটি গাছ পড়ে পাশের ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মানববন্ধন চলাকালে  সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য শাহানা আক্তার, নাভারন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান আলী, যশোর নাগরিক অধিকার আন্দোলন কমিটির সমন্বয়ক শেখ মাসুদুজ্জামান, কার্যনির্বাহী সদস্য আহসানউল্লাহ ময়না, সাবেক ইউপি সদস্য ফয়জুদ্দিন, নাভারন ইউনিয়ন যুবদল নেতা আবু হাসান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *