বেনাপোলে ডিবির অভিযানে দু’শ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোলে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে দু’শ বোতল ফেনসিডিলসহ সোহাগ হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

 

আটক সোহাগ হোসেন বেনাপোল দৌলতপুর মোল্লাপাড়া এলাকার শাহ আলম হোসেনের ছেলে।

সোমবার (০৭ মার্চ ২০২২খ্রিঃ) দুপুরে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই শফি আহমেদ রিয়েল, এএসআই শফিউল ইসলাম, এএসআই আজাহারুল ইসলামের সমন্বয়ে একটা চৌকস টিম বেনাপোল দৌলতপুর বটতলা জামে মসজিদের পশ্চিম পাশে জটনীর বাগানে অভিযান চালিয়ে এ বিপুল পরিমান মাদকদ্রব্যসহ তাকে আটক করেন। জব্দকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য প্রায় ৪ লাখ টাকা।

যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, আটককৃত সোহাগ হোসেন বেনাপোল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিলো। সোমবার দুপুরে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি সোহাগ হোসেন বিপুল পরিমাণ ফেনসিডিল নিয়ে দৌলতপুর বটতলার পশ্চিম পাশে মসজিদের সামনে অবস্থান করছে। এ সময় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে দু’শ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা মামলা দিয়ে তাকে আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *