ফরিদপুরে ট্রাক খাদে পড়ে ৪ জনের মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

ফরিদপুর সংবাদদাতা: মাদারীপুরের ট্রাক খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। শনিবার (৩১ জুলাই) রাত নয়টার দিকে জেলার শিবচর উপজেলার আড়িয়াল খাঁ নদের টোলপ্লাজার কাছে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরো তিন জন আহত হয়েছে।

ট্রাকটিতে ছাদ ঢালাইয়ের মালামাল ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

শিবচর হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি ট্রাক শিবচরের আড়িয়াল খাঁ সেতুর টোলপ্লাজার কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়। এ সময় মো. সোহান নামে টোলপ্লাজার এক কর্মচারীসহ ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। আহত অবস্থায় পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে আরও দুই জনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী মো. মেহেদী হাসান বলেন, ‘ট্রাকটি হাইওয়ে দিয়ে দ্রুত গতিতে এসে টোলপ্লাজার কাছে রেলিং ভেঙে নিচের সংযোগ সড়কের উপর পড়ে পাশের খাদে চলে যায়। ট্রাকটিকে ছাদ ঢালাইয়ের পাইপসহ অন্যান্য মালামাল ছিল। এর উপরে ৮/১০ জন সাধারণ যাত্রী বসেছিল। ঘটনাস্থলেই দুজন মারা যায়। ৩ থেকে ৪ জনের মৃত্যু হতে পারে।’

বিষয়টি নিশ্চিত করে শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন,‘দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়েছে। স্থানীয় হাসপাতালে নেয়ার পর আরও দুজন মারা গেছে। তাদের পরিচয় এখনো শনাক্ত হয়নি। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *