প্রেমিকা চেয়ে বিজ্ঞাপন, নিয়ে যাবেন চন্দ্র ভ্রমণে

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: বিশ্বের প্রথম মহাকাশ পর্যটক হিসেবে চন্দ্র ভ্রমণে যাবেন জাপানের ধনকুবের ইউসাকু মায়েজাওয়া। ক্যালিফোর্নিয়ার হাউথ্রনে স্পেসএক্সের সদরদপ্তর থেকে এ খবর আগেই জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও এলন মাস্ক। এবার জানা গেলো এই ভ্রমণে তিনি সঙ্গে নিয়ে যাবেন প্রেমিকাকে। তাইতো প্রেমিকা চেয়ে অনলাইনে বিজ্ঞাপন দিয়েছেন জাপানের এই ধনকুবের।

জানা গেছে সম্প্রতি জাপানের এক অভিনেত্রীর সঙ্গে ব্রেক-আপের ঘোষণা দিয়েছেন ইয়ুসাকু মায়েজাওয়া। এরপরই নতুন প্রেমিকা চেয়ে অনলাইনে বিজ্ঞাপন দিয়েছেন। তিনি জানিয়েছেন, জীবনকে পুরোপুরি উপভোগ করতে চান; এমন ২০ বছর বয়সী কিংবা তার ওপরের সিঙ্গেল নারীকে প্রেমিকা বানাতে চান তিনি। যাকে নিয়ে আগামী ২০২৩ সালে বিগ ফ্যালকন রকেটে করে চাঁদ ঘুরে আসবেন মায়েজাওয়া।
এদিকে স্পেসএক্সের সিইও এলন মাস্ক বলেছেন, চাঁদে ওই ট্রিপ চার বা পাঁচদিনের হবে। স্পেসএক্সের নতুন মহাকাশযান ব্যবস্থা বিগ ফ্যালকন রকেট বা বিএফআর-এ করে পর্যটকরা চাঁদে যাবেন। এটিতে একটি বড় রকেট বুস্টার রয়েছে, যা তৈরি যেকোনও রকেটের চেয়ে শক্তিশালী। সূত্র : এএফপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *