প্রস্তুত মঞ্চ, অপেক্ষা সমাবেশ শুরুর

নিউজটি শেয়ার লাইক দিন

ফরিদপুর প্রতিনিধি: মঞ্চ প্রস্তুতির কাজ শেষ। বসানো হয়েছে চেয়ার। প্রথম সারির মাঝে দুটি বড় চেয়ার রাখা হয়েছে ফাঁকা। শনিবার (১২ নভেম্বর) সকাল ৮টায় চেয়ার বসানোর কাজ শুরু করেন ডেকোরেশনের কর্মীরা।

সরেজমিনে দেখা গেছে, রাতেই প্রস্তুত করা হয়েছে মঞ্চ। সকালে চেয়ার বসানো শুরু হয়। প্রথম সারিতে রাখা হয় ১৯টি চেয়ার। এর মধ্যে বড় দুটি চেয়ার ফাঁকা রাখা হয়।

এদিকে সকাল থেকেই মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের হাতে জাতীয় ও দলীয় পতাকা দেখা গেছে। তাদের স্লোগানে মুখর রয়েছে সমাবেশস্থল।

ফরিদপুর বিএনপির বিভাগীয় গণসমাবেশের সমন্বয়কারী ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, বেসরকারি বাস বন্ধ। সেইসঙ্গে দুদিন ধরে বিআরটিসিও বন্ধ। এত কিছু উপেক্ষা করেই আমরা আমাদের সমাবেশ সফল করব। তিন দিন আগে থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে আসছেন। কোনো প্রতিবন্ধকতা নেতাকর্মীদের আটকে রাখতে পারেনি।

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর। সমাবেশে সভাপতিত্ব করবেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *