শেখ হাসিনা আইটি পার্কের ৭ম তলায় পার্টিশন ভেঙ্গে চুরির অভিযোগ

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের শেখ হাসিনা আইটি পার্কের ৭ম তলায় পার্টিশন ভেঙ্গে অ্যাবাকাস নামে একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারে চুরির ঘটনা ঘটেছে।

প্রতিষ্ঠানটির প্রোগ্রাম ম্যানেজার জহির ইকবাল চুরির ঘটনাটি যশোর কোতয়ালী থানায় একটা সাধারণ ডায়েরি দায়ের করেছেন।

জহির ইকবাল অভিযোগে উল্লেখ করেন, শুক্রবার (১১ই নভেম্বর ২০২২) দিবাগত রাতে অজ্ঞাতনামা চোর বা চোরেরা শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের ৭মতলায় এ্যাবাকাস সফট বিডি লি: নামে ব্যবসা প্রতিষ্ঠানে অজ্ঞাতনামা চোর বা চোরেরা অফিসের পূর্ব পাশের হার্ড বোর্ডের দেয়াল
ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ৭৫ হাজার টাকা ও একটি ডিএসএলআর ক্যামেরা চুরি করে নিয়ে গেছে।

 

চুরির বিষয়টি নিয়ে যশোর আইটি পার্কের ঠিকাদারি প্রতিষ্ঠান টেক সিটি লিমিটেডের ম্যানেজার মুসলিমউদ্দিন সিকদারের (এম ইউ সিকদার) কাছে জানতে চাইলে তিনি বলেন, চুরির ঘটনা সম্পর্কে আমি কিছুই জানিনা। এ পর্যন্ত আমাকে অফিসের পক্ষ থেকেও কিছুই জানানো হয়নি। এ ধরনের একটি ঘটনা ঘটেছে অথচ আমাকে না জানিয়ে তারা থানায় লিখিতভাবে অভিযোগ করেছেন। আমি আপনার কাছ থেকে জানার সাথে সাথে সপ্তম তলায় অ্যাবাকাসের অফিসে গিয়ে পরিদর্শন করেছি। চুরির ঘটনা জানার জন্য সিসি ক্যামেরার ফুটেজ গুলো দেখা হচ্ছে। এরপরেই প্রকৃত ঘটনা জানা যাবে বলে তিনি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *