প্রধানমন্ত্রীর জন্মদিনে যশোরে বৃক্ষ রোপন ও খাবার বিতরণ

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার:বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্কুল কলেজে ৭৪টি গাছ রোপণ করেছে যশোর জেলা ছাত্রলীগ। এদিকে দিবসটি উপলক্ষে রেলস্টেশনে ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

আজ বেলা ১১টার দিকে জেলা ছাত্রলীগ নেতা ইমরান হোসেনের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরতলীর পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয়ে যায়। এসময় স্কুল প্রাঙ্গনে ফলদ ও বনজ বৃক্ষের ১০টি চারা রোপন করে কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন। এরপর ছাত্রলীগ নেতাকর্মীরা শহর ও শহরতলীর বিভিন্ন স্কুল-কলেজে যান এবং সেখানেও গাছের চারা রোপন করেন। এসময় নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে চলেছে। উন্নত দেশে পরিণত হতে হলে তার হাতকে শক্তিশালী করতে হবে। এজন্য নেত্রীর জন্মদিনে সকলকে ঐক্যবদ্ধ থাকার শপথ গ্রহণের আহবান জানান নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, যশোর জেলা ছাত্র লীগের সাবেক সভপতি শুখেন মজুমদার, সাবেক সহ-সভাপতি ফয়সাল খান, জেলা ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাঈদ সরদার, জেলা ছাত্র লীগ নেতা নাজমুল হোসেন, জসিম উদ্দিন, কায়েস আহমেদ রিমু, জাকির হোসেন জুম্মান, সিরাজুল ইসলাম শাকিল, রাসেদুল ইসলাম রাহুল, এনামুল হকসহ প্রমূখ।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রলীগ নেতাকর্মীরা যশোর শহরের রেল স্টেশনে থাকা ছিন্নমূল মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *