দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১

নিউজটি শেয়ার লাইক দিন

সিলেট প্রতিনিধি:ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুরে দক্ষিণ সুরমায় দুই বাসের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অর্ধশতাধিক।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে সিলেটের  রশিদপুর দক্ষিণ সুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরো বেশি হওয়ার আশঙ্কা করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রশিদপুর ব্রিজের পূর্ব দিকে আব্দুর রহমান পেট্রলপাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৭৩১১) বাস এবং ঢাকা থেকে সিলেটগামী লন্ডন এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব ১৫-৩১৭৬) বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, দুটি বাস কেটে হতাহতদের উদ্ধার করা হয়েছে। দুটি বাসের ড্রাইভার নিহত হয়েছেন। হতাহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-ঠিকানা জানা যায়নি।

পুলিশ জানায়, হতাহতদের উদ্ধারে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা কাজ করছেন। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন দক্ষিণ সুরমা থানা পুলিশ ও এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে এ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে বলেও জানায় পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *