চসিক নির্বাচনে নিহত ২, ফলাফলের অপেক্ষায়

নিউজটি শেয়ার লাইক দিন

চট্টগ্রাম প্রতিনিধি: নির্বাচনের আগ থেকেই চট্টগ্রাম নির্বাচনে সহিংসতা আঁচ পেয়েছিল সংবাদকর্মীরা। ভোটের আগের দিন তাতেও কেন্দ্র দখল নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ভোটের দিন অর্থাৎ বুধবার সকালে ভোটকেন্দ্র দখল নিতে প্রকাশ্যে গোলাগুলি, সংঘর্ষ, হত্যাসহ নানা অনিয়মের অভিযোগ নিয়ে শেষ হলো চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোটগ্রহণ। বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। এখন চলছে ভোট গণনা কার্যক্রম। অপেক্ষা নির্বাচনী ফলাফলের।তবে নির্বাচনের ফলাফল যাই হোক নির্বাচনী সহিংসতায় দুইজন নিহত চট্টগ্রাম জুড়ে নির্বাচন আতঙ্ক দেখা দিয়েছে।

এ বছরই প্রথম পুরো নির্বাচনে ভোটগ্রহণ ইভিএম পদ্ধতিতে সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম নগরের মেয়র এবং ৪১টি ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন ২২৬ জন। এর মধ্যে ৩৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতায় নামেন ১৬৯ জন। প্রার্থীর মৃত্যুসহ বিশেষ কারণে বাকি দুই ওয়ার্ডে ওই পদে নির্বাচন হচ্ছে না। সংরক্ষিত ১৪টি ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে নির্বাচনে নামেন ৫৭ জন।
সকাল ১০টার দিকে খুলশী ইউসেপ স্কুল কেন্দ্রে সংঘর্ষ ও গোলাগুলিতে আলাউদ্দিন আলো (২৮) নামের একজন নিহত হন। এদিকে নগরীর ১২ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের বার কোয়ার্টার এলাকায় আপন ভাইয়ের হাতে খুন হয়েছেন নিজাম উদ্দিন। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী সাবের আহমেদের কর্মী বলে জানা গেছে।

এ ছাড়া বিএনপির পক্ষ থেকে নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তোলা হলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের তরফ থেকে ভোটকে উৎসবমুখর বলা হচ্ছে। নির্বাচনী কর্মকর্তারাও বলেন, ভোট শান্তিপূর্ণ হয়েছে। তবে নির্বাচনে সহিংসতায় পৃথক পৃথক স্থানে দুইজন নিহতের ঘটনা ছড়িয়ে পড়লে শেষ পর্যন্ত কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের মাঝে মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। কোন কোন কেন্দ্রে ভোটার শূন্য ও দেখা যায়। তবে নির্বাচন কমিশন ও সরকারের দলীয় প্রার্থীরা বরাবরের মতোই বলে আসছে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *