করোনা: ভারতের শ্মশানেও লাশ রাখার জায়গা নেই

নিউজটি শেয়ার লাইক দিন

স্বাস্থ্য ডেস্ক: দিন দিন সারা বিশ্বে করোনা সংক্রমণ যেন বেড়েই চলেছে। দেশে দেশে প্রতিনিয়ত বাড়ছে সংক্রমণ। ব্রাজিলের পর ভারতেও বিপুল সংখ্যক আক্রান্ত রেকর্ড করা হয়েছে।

 

দেশটিতে বেড়েই চলছে মৃত্যুর সংখ্যা। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ভারতে ১ হাজার ৭৬১ জনের মৃত্যু হয়েছে, যা এখন পর্যন্ত দেশটিতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

একই এই সময়ের মধ্যে ২ লাখ ৫৯ হাজার মানুষের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দেড় কোটির বেশি মানুষ।

এদিকে এত মৃত্যুর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে সৎকার ব্যবস্থাপনাও। শ্মশানের ভেতরে অবিরাম পুড়ছে চিতার কাঠ, বাইরে লাশের দীর্ঘ সারি।

মঙ্গলবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, এ নিয়ে দ্বিতীয় দিনের মতো ভারতে দৈনিক দুই লাখের বেশি সংক্রমণ শনাক্ত হলো। করোনাভাইরাস সংক্রমণের দিক দিয়ে বিশ্বে ভারতের অবস্থান এখন দ্বিতীয়।

সংক্রমণের এই ঊর্ধ্বগতি ঠেকাতে আগামী ১ মে থেকে ১৮ বছর হলেই টিকা নেওয়া যাবে বলে ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে মোট উৎপাদনের ৫০ শতাংশ পূর্বনির্ধারিত মূল্যে কেন্দ্রীয় সরকারকে এবং বাকি অংশ রাজ্য সরকার ও বাজারে বিক্রির জন্য দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।

করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় ৫৮ হাজার ৯২৪ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে, মারা গেছেন ৩৫১ জন। রাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৮ লাখ ৯৮ হাজারে এবং মোট মারা গেছেন ৬০ হাজার ৮২৪ জন। এর পরেই রয়েছে যথাক্রমে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু এবং অন্ধ্র প্রদেশ।

এদিকে করোনার সংক্রমণ ঠেকাতে সপ্তাহব্যাপী কারফিউ জারি করা হয়েছে রাজধানী দিল্লিতে। আর কেরালায় জারি করা হয়েছে রাত্রিকালীন কারফিউ।

মহামারিতে মৃতদের দাহ করতে হিমশিম খাচ্ছেন শ্মশানের কর্মীরা। গুজরাটের সুরাটে শ্মশান পরিচালনাকারী একটি ট্রাস্টের প্রেসিডেন্ট কমলেশ শর্মা বলেন, “‘আমরা শতভাগ সক্ষমতা নিয়ে সময় মতো মরদেহ পোড়াতে দিনরাত ২৪ ঘণ্টা কাজ করে চলেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *