এ কেমন বর্বরতা, বিষ দিয়ে দুই শতাধিক ঘুঘু-কবুতর হত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

বাগেরহাট প্রতিনিধি: এ কেমন বর্বরতা? খাদ্যে বিষ দিয়ে দুই শতাধিক ঘুঘু- কবুতর কে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এই বর্বরতার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেলে বাগেরহাট মোড়লগঞ্জ উপজেলা সদরের উত্তর সরালিয়া গ্রামে। তবে এই ঘটনা কে বা কারা ঘটিয়েছেন, তা এখনও জানা যায়নি।

স্থানীয়রা বলছেন, ঘুঘু শিকারের জন্য ছিটানো বিষাক্ত খাবার খেয়ে স্থানীয় নাছির উদ্দীনের ২৮টি কবুতর মারা যায়। মারা গেছে বন্যপ্রাণী ঘুঘু সহ নানা ধরনের পাখি। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত নাছির উদ্দীন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বন্যপাখি ঘুঘু শিকারের জন্য ছিটানো বিষাক্ত খাবার খেয়ে কবুতরও মারা যায় বলে অভিযোগ করে নাছির উদ্দিন বলেন, এই ঘটনায় আমার অন্তত ২৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।

মোড়েলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, নাসির উদ্দিন নামে এক ব্যক্তি বিষ দিয়ে কবুতর হত্যার ঘটনায় থানায় লিখিতভাবে অভিযোগ করেছেন। বিষয়টি তদন্তের জন্য একজন এসআইকে নির্দেশ দেয়া হয়েছে। তদন্তের পরে বলা যাবে এই ঘটনার সাথে কারা জড়িত।  যারাই এই বর্বর ঘটনার সাথে জড়িত থাক না কেন? তাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *