উচ্চ শিক্ষিত হয়েও পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরেন মোতাহার

নিউজটি শেয়ার লাইক দিন

শারমিন সুলতানা,যশোর: নাম মোতাহার হোসেন। বয়স ষাটোর্ধ্ব  যশোর এম এস টি পি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। যশোর সিটি কলেজ থেকে  উচ্চমাধ্যমিক পাশ করেছেন।  এরপর হোমিওপ্যাথিক মেডিকেল থেকে ডাক্তারি  পাস করেন।  তার পরপরই ডাক্তারি পেশায় নিজেকে  নিয়োজিত  রাখেন। এভাবে চলতে থাকে ছয়টি বছর।  যশোর লোন অফিস পাড়ায় তিন তলা বাড়িতে বসবাস করেন আরো দু’ ভাই। বোন দু’টিও বিয়ে হয়ে গেছে অনেক আগেই। ভাইরাও বিবাহিত। সবাই সন্তান সন্ততি নিয়ে সুখে শান্তিতে বসবাস করছেন । কিন্তু বিধাতা বাম  মোতাহার হোসেনের কখনো সংসার করার হলো না।  নিজের জমি জায়গা কৌশলে অন্যান্য ভাইয়েরা লিখে নিয়েছি। তার অবস্থাএ ন খন রেলওয়ে স্টেশন,বাস স্টেশনসহ শহরের বিভিন্ন ফুটপাতে।   গায়ে তার ময়লা দুর্গন্ধযুক্ত ছেঁড়া  শার্ট, পরনে একই রকম  ছেড়ে একটা লুঙ্গি,কাধে হাজারো ছেড়া এক কালো ব্যাগ। চুলগুলো উস্কোখুস্কো লম্বা লম্বা এবং এলোমেলো। সেখানেই তার বাড়ি সেখানেই তার ঘর। রাস্তায় রাস্তায় গান গেয়ে ও ভিক্ষাবৃত্তি করে  চলে তার জীবন। বৃহস্পতিবার সকালে যশোর রেল স্টেশন গিয়ে দেখা যায় মোতাহার হোসেন গান  গাইছে। আর স্টেশনের উৎসুক জনতা তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। কৌতুহলবশে নিউজবাংলাদেশের এ প্রতিবেদক তার একটা ছবি তোলার অনুমতি চাইলো। এসময় এ প্রতিবেদক এর সাথে সে অবলীলায় ইংরেজিতে কথা বলতে থাকে। সে আক্ষেপ করে বলেন, অনেকে ছবি তুলতে চাই,ভিডিও করতে চাই, কিন্তু  এক বেলা খাওয়ার জন্য দশটা টাকা দিতে চায় না। এরপর এ প্রতিবেদক পকেট থেকে  ২০ টা টাকা বের করে দেয় তাকে। এর পরপরই সে তার জীবনের ফেলে আসা দিনগুলো স্মৃতিচারণ করেন। এ সময় এ প্রতিবেদককে অবলীলায় দুটি গানও শোনান এ ছদ্দবেশী পাগল।  সেই গান দুটো ভিডিও করা হয়। মোতাহার হোসেন এসময়ে বলেন,তার এই গান দুটি যেন, লাইক শেয়ার দিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া হয়।  ভিডিও দেখতে এখানে ক্লিক করুন তার কারণ জানতে চাইলে মোতাহার হোসেন বলেন, অনেকে আমাকে পাগল মনে করে। আসলে আমি পাগল নই। আমাকে পাগল তৈরি করা হয়েছে। দেশে দেশে আইনের শাসন না থাকায় আমি বঞ্চিত।   আমার স্ত্রী সন্তান না থাকায়, আমার অন্যান্য ভাইয়েরা, আমার  সম্পদ  লিখে নিয়েছে। যার কারণে আজ আমার  এ অবস্থা।  তাই আমি  মাননীয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আর কারো যেন আমার মত এই পাগল হতে না হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *