ইঞ্জিনিয়ার বায়েজীদ হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরে চাঞ্চল্যকর ইঞ্জিনিয়ার বায়েজীদ হাসান হত্যা মামলার অন্যতম দুইজন পলাতক আসামীকে ঢাকা ভাটারা থানা এলাকা  থেকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে (২৮শে মার্চ ) যশোর র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) এর সদস্যরা তাদেরকে  গ্রেপ্তার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর র‌্যাব-৬ এর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোহাম্মদ সাকিব হোসেন।

উল্লেখ্য, গত ২৫ শে মার্চ রাত আড়াইটার দিকে যশোর বড় বাজার রফিকুল ইসলাম চৌধুরী ওরফে মুল্লুক চাঁন্দের চাউলের গোডাউনে ইঞ্জিনিয়ার এস এম বায়েজীদ হাসান (৩৪) কে খুলনা থেকে ডেকে নিয়ে ঘরে আটকে নির্যাতন করে হত্যা করে। এরপর মৃত্যু দেহটি চালের গোডাউনের মধ্যেই ফেলে রাখে। ভোররাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল পাঠান। বায়েজিদ খুলনা জেলার সোনাডাঙ্গা থানা এলাকার বাসিন্দা। সে একজন সিভিল ইঞ্জিনিয়ার। তিনি দীর্ঘদিন ধরে যশোরের রফিকুল ইসলাম চৌধুরী ওরফে মুল্লুক চাঁন ও সঞ্জয় চৌধুরীর ঢাকার বসুন্ধরা আবাসিকের এম ব্লকে বিল্ডিং নির্মাণ প্রকল্পে চাকুরী করতেন এবং সেখানে পরিবার নিয়ে বসবাস করতো। ২৪ শে মার্চ দুপুর একটার দিকে তার নিকট টাকা পাবে এ অজুহাতে তার নির্দেশে কয়েকজন ব্যক্তি বায়েজিদকে জোরপূর্বক খুলনা হতে যশোরে তুলে নিয়ে আসে। তারপর ২৫ শে মার্চ রাত  ৯টার দিকে রফিকুল ইসলাম চৌধুরী @ মুল্লুক চাঁন বায়েজিদের মায়ের মোবাইল ফোনে কল দিয়ে জানান যে, ‘‘ঢাকা বসুন্ধরা আবাসিকের কাজ করাকালীন সময় বায়েজীদ হাসান তাদের ৫ লক্ষ টাকা চুরি করেছে। সেই টাকা ফেরত না দিলে তার ছেলেকে ছাড়া হবে না। অন্যথায় যতক্ষণ টাকা না দিবেন ততক্ষণ আপনার ছেলেকে মারধর করা হবে।’ এ সময়ে বায়েজিদের সাথে তার মাকে মোবাইল ফোনে কথা বলতে দেওয়া হয়েছে এবং তার শারীরিক নির্যাতন করার চিৎকার আত্মনাদ মোবাইল ফোনে শুনিয়েছেন। পরে তার মা আইনশৃংখলা বাহিনীকে জানালে যশোর কোতোয়ালী থানা পুলিশ ২৫শে মার্চ আড়াইটার দিকে রফিকুল ইসলাম ওরফে মুল্লুক চাঁদের যশোর বড় বাজার চালের গোডাউন থেকে বায়েজিদের মৃতদেহ উদ্ধার করেন। পরের দিন বাইজিদের মা রফিকুল ইসলাম ওরফে মুলুক চাঁন্দ,সঞ্জয় চৌধুরী, শহিদুল ইসলাম (৪৫), রাজু আহম্মেদ @ রাজু (৩৫). আব্দুর রহমান ওরফে রাজন (৩৪ ও তার ছেলের সহ কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এক পর্যায়ে গত দুইদিন যশোর র‌্যাব-৬ এর সদস্যরা রাজু আহমেদ রাজু ও আব্দুর রহমান ওরফে রাজনকে ঢাকার ভাটারা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করতে সক্ষম হয়। রাজু জেলার ঝিকরগাছা উপজেলার গদখালি নবীনগর গ্রামের আবুল হাসানের ছেলেও আব্দুর রহমান যশোর সদর উপজেলার লেবুতলা গ্রামের খাইরুল ইসলামের ছেলে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৬ এর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোহাম্মদ সাকিব হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *