অসীমের এখনো সংবাদ শোনার একমাত্র অবলম্বন রেডিও

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু:নাম অসীম (৫৫)। পেশায়  বেনাপোল বাজারে ছোটখাটো একটা হোটেলর ব্যবসা। কিন্তু শত ব্যস্ততার মাঝেও বিন্দুমাত্র সংবাদ শোনার   নেশা যায়নি।  প্রতিটা মুহূর্তে সংবাদ শোনার জন্য  মুখিয়ে থাকেন,২০ বছরের   পুরাতন একটি ভাঙ্গা রেডিওর উপর।  যে টির ব্যাটারি মাঝে মধ্যে খুলে পড়ে। শনিবার দুপুরে তার হোটেলে যেয়ে দেখা যায়। কাস্টমাররা যার যার মত টেবিলে বসে খাবার খাচ্ছেন। আর অসীম ২০ বছরের সেই  পুরাতন রেডিও টি কানে ধরে বিবিসির সংবাদ  শুনছেন।  ভিডিও দেখতে ক্লিক করুন এখানে, এই ডিজিটাল দুনিয়ায় রেডিওতে সংবাদ শোনার বিষয়টি জানতে চাইলে তিনি জানান, খুব ছোটবেলা থেকেই  রেডিওর মাধ্যমে বিশ্বসহ বাংলাদেশের সব সংবাদ গুলো শুনে থাকেন। তবে রেডিও টি অনেক পুরাতন হয়হ ওয়ায় সংবাদ শোনার ক্ষেত্রে বাধার মুখে পড়তে হয়। তিনি বেশ কয়েক মাস আগে ভারতে নিজের চিকিৎসার জন্য যান। আসার সময় একটি রেডিও কেনার সিদ্ধান্ত নেন। কিন্তু রেডিও টির দাম সাড়ে ৬ হাজার টাকা বলা হয়।  যে কারণে সেটা কিনা সম্ভব হয়নি বলে জানান এ সংবাদ শ্রোতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *