ভারতে পাচার হওয়া কিশোর-কিশোরীকে ফেরত দিল বিএসএফ

নিউজটি শেয়ার লাইক দিন

সোহাগ হোসেন বেনাপোল:বেনাপোল দিয়ে ফেরত পাঠালো বিএসএফ। দালালের খপ্পরে পড়ে সীমান্ত পথে ভারতে যাওয়ার পর কোলকাতা পুলিশের হাতে আটক বাংলাদেশী এক কিশোর ও কিশোরীকে বেনাপোল দিয়ে এক বছর পর বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।শু ক্রবার(২৮শে ফেব্রুয়ারি) বিকাল ৫ টার সময় তাদেরকে হস্তান্তর করা হয়।

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্প থেকে জানা যায়,বাংলাদেশী এক কিশোরী ও এক কিশোর দালালের খপ্পরে পড়ে ভারতে যাওয়ার পর সেখানকার পুলিশ তাদের আটক করে জেল হাজতে প্রেরন করে ।পরে কলকাতা নুরালী মেমোরিয়াল সোসাইটি নামে একটি এনজিও সংস্থা ছাড়িয়ে তাদের হেফাজতে রাখার পর দু-দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে আজ বিএসএফ বিজিবি কাছে হস্তান্তর করেন।

ফেরককৃতরা হলো আঃ সায়েম খান (১৭), পিতাঃআঃ সালাম, গ্রামঃ বাসাবাটি থানা ও জেলাঃ বাগেরহাট সদর,ও মোছাঃ শাহনাজ আকতার(১৪),পিতাঃ শাহাজাহান, গ্রাম কালারান চনডিপুর, থানাঃ ইনদুর কানি,জেলাঃ পিরোজপুর ।বিজিবির আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *