যশোরে ২০ সোনার বারসহ পাচারকারী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে ২০ টি সোনার বারসহ ইমাদুল হোসেন (২৬) নামে এক সোনা পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার সকাল সাড়ে ছয়টার যশোর পৌর পার্ক এলাকা থেকে তাকে আটক করেে বিজিবিি সদস্যরা। আটক ইমদাদুল হোসেন বেনাপোল কাগজপুকুর এলাকার আসলামের ছেলে। জব্দকৃত সোনার ওজন ২.৩৩৪ কেজি । জব্দকৃত সোনার বাজার মূল্য প্রায় ১ কোটি ৬৩ লাখ টাকা।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

যশোর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি একজন সোনা পাচারকারী সোনা নিয়ে যশোর পৌর পার্ক এলাকায় অবস্থান করছে। এ সময় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে গেঞ্জির ভিতরে কোমড়ে বিশেষভাবে লুক্কায়িত অবস্থায় ৪ টি প্যাকেটে প্রতিটি প্যাকেটে ৫ টি করে সর্বমোট ২০ টি সোনার বার জব্দ করা হয়। জব্দকৃত সোনার ওজন ২.৩৩৪ কেজি। জব্দকৃত সোনার বাজার মূল্য প্রায় ১ কোটি ৬৩ লক্ষ ৩৮ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী একাধিকবার সোনা চোরাচালানের সাথে জড়িত বলে স্বীকার করেছেন। আটককৃত বিরুদ্ধে সোনা পাচারের মামলা দিয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *