যশোরে ৫৮টি নমুনা পরীক্ষা করে ১১টিতে করোনা শনাক্ত

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি:  যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জেনোম সেন্টারে ৫৮টি নমুনায় পরীক্ষা করে ১১টিতে করোনা শনাক্ত হয়েছে।বৃহস্পতিবার এই ল্যাবে যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচ জেলার মোট ২৮৯টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। আজ শুক্রবার সকালে এগুলোর ফলাফল প্রকাশ করা হয়। এর মধ্যে ২৪টি নমুনা পজেটিভ  এসেছে।

যবিপ্রবি’র এনএফটি বিভাগের চেয়ারম্যান ও চলমান পরীক্ষণ দলের সদস্য ড. নিগার সুলতানা জানান, বৃহস্পতিবার পরীক্ষিত নমুনাগুলো ছিল যশোর, নড়াইল, মাগুরা, সাতক্ষীরা ও বাগেরহাটের।
তিনি জানান, যশোরের ৫৮টি নমুনা পরীক্ষা করে ১১টি, নড়াইলের ২৮টির মধ্যে একটি, মাগুরার ৪০টির মধ্যে পাঁচটি, সাতক্ষীরার ১২৫টির মধ্যে সাতটি পজেটিভ ফল দেয়। আর বাগেরহাটের ২৮টি নমুনার সবক’টিই নেগেটিভ এসেছে।
নমুনা পরীক্ষার ফলাফল সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, এই জেলার পজেটিভ হিসেবে শনাক্ত হওয়া নমুনাগুলোর মধ্যে সদর উপজেলার চারটি, অভয়নগরের চারটি, শার্শার দুটি এবং ঝিকরগাছার একটি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *