ভারতে একদিনে করোনায় আক্রান্ত ১০,৯৫৬ জন

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্কক: রোনাভাইরাসে টালমাটাল হয়ে পড়েছে ভারত। টানা ৯ দিন দেশটিতে ৯ হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্তের পর তা ১০ হাজার ছাড়ালো। শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৯৫৬ জনের করোনা পজিটিভ হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই সময়ে করোনায় রেকর্ড ৩৯৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

৩০ জানুয়ারি দেশটিতে প্রথম করোনা রোগী শনাক্তের পর মোট আক্রান্ত হলো ২ লাখ ৯৭ হাজার ৫৩৫ জন।
মারা গেছেন ৮ হাজার ৪৯৮ জন।
শুক্রবার পর্যন্ত ভারতে করোনা জয় করেছেন ১ লাখ ৪৭ হাজার ১৯৪ জন। এখনও চিকিৎসাধীন আছেন এক লাখ ৪১ হাজার ৮৪২ জন।

আক্রান্তের সংখ্যায় এদিন যুক্তরাজ্যকে টপকে শীর্ষ চারে ঢুকেছে ভারত। তাদের উপরে আছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়া।

ভারতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্য মহারাষ্ট্র। সেখানে ২৪ ঘণ্টায় সাড়ে তিন হাজারের বেশি আক্রান্ত ও দেড় শতাধিক মৃত্যু হয়েছে। আক্রান্তের হিসাবে তারা ছাড়িয়ে গেছে কানাডাকে।

আক্রান্তের হিসাবে তারা ছাড়িয়ে গেছে কানাডাকে। ৯৭ হাজার ৬৪৮ জন কোভিড-১৯ রোগী পাওয়া গেছে মহারাষ্ট্রে, মারা গেছেন সাড়ে তিন হাজারের বেশি মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *