ভারতে বিক্ষোভকারীদের গালি দিয়েই গুলি চালানো পুলিশের ভিডিও ভাইরাল

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক:ভারতে নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে বিক্ষোভে উত্তাল উত্তরপ্রদেশ থেকে এবার পুলিশের গুলি করার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি শনিবার কানপুরে করা হয়েছে বলে জানা গেছে।ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওটি। বিক্ষোভ থামাতে পুলিশের গুলি ও যোগী সরকারের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, কানপুরের রাস্তায় দাউ দাউ করে জ্বলছে দুটি গাড়ি। উল্টো দিক থেকে তখনও ইটের টুকরো এসে পড়ছে রাস্তায়। সেফটি জ্যাকেট ও হেলমেট পড়ে পরিস্থিতি সামাল দিচ্ছে পুলিশ। বিক্ষোভকারীদের হঠাতে নিক্ষেপ করা হচ্ছে কাঁদানে গ্যাসের সেল। তার মধ্যেই বন্দুকের ‘সেফটি ল্যাচ’ খুলে সামনের দিকে ছুটে গেলেন এক পুলিশ কর্মকর্তা। এসময় পেছন থাকা অন্য পুলিশ সদস্যরা বলছেন, ‘মেরে ফেল সব শালাকে।’ সে কথা কানে যেতেই ট্রিগারে চাপ দিলেন তিনি। বিতর্কিত ধর্মভিত্তিক নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে গত তিন ধরে পরিস্থিতি অগ্নিগর্ভ গোটা উত্তরপ্রদেশে। পুলিশের গুলিতে এখনও পর্যন্ত ১৭ জন প্রাণ হারিয়েছেন সেখানে, এর মধ্যে রয়েছে ৮ বছরের শিশুও।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *