ভারতের মহারাষ্ট্র থেকে ১,৪৭১ জনকে‘বাংলাদেশে’ ফেরত

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক:‘অবৈধভাবে’ বসবাসের অভিযোগে গত ৫ বছরে এক হাজার ৪৭১ জন ‘বাংলাদেশি নাগরিককে’ ফেরত পাঠিয়েছে ভারতের মহারাষ্ট্র রাজ্য সরকার। ভারতের প্রভাবশালী গণমাধ্যম ‘দ্য হিন্দু’র এক প্রতিবেদনে এমনটিই দাবি করা হয়েছে।

প্রতিবেদনটি এমন সময় প্রকাশ করা হল যখন কথিত অবৈধ নাগরিকদের বিতাড়িত করতে গোটা ভারতে সদ্য পাস হওয়া নাগরিকত্ব আইনের প্রতিবাদে তীব্র আন্দোলন চলছে। এরই মধ্যে এই আন্দোলনে পুলিশের গুলিতে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন।দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, বিজেপি নেতা অতুল ভাটখালকার এক সভায় দাবি করেন, মুম্বাইসহ রাজ্যের অনেক শহরে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের মানুষ অবৈধভাবে বসবাস করছে। তাদের তাড়াতে এনআরসি জরুরি বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, শুক্রবার নালাসোপারা থেকেই ১২ ‘বাংলাদেশিকে’ গ্রেফতার করা হয়েছে। তারা সঠিক পাসপোর্ট দেখাতে পারেননি বলে অভিযোগ করেন তিনি। এরপর স্পিকার নানা প্যাটেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন, শীত শেষ হওয়ার আগে লিখিত প্রতিবেদন দিতে।

ওই প্রতিবেদনের বরাত দিয়ে দ্য হিন্দু বলছে, এক হাজার ৪৭১ বাংলাদেশির পাশাপাশি ২ পাকিস্তানিকেও মহারাষ্ট্র থেকে বের করে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *