বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনে পাসপোর্ট যাত্রীদের জিম্মি করে চাঁদাবাজি

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনে পাসপোর্ট যাত্রীদের জিম্মি করে চলছে চাঁদাবাজি।
ইমিগ্রেশন পুলিশ, কাস্টম কর্মকর্তা, বন্দর কর্মকর্তা সহ সবাই চলছে একই পথে।
শনিবার দুপুরে সরজমিনে গিয়ে বন্দর পরিচালক রেজাউল করিমের অনুমতির নেয়ার জন্য ফোন দেয়া হয়। তখন তিনি জানান তিনি ঢাকাতে মিটিংয়ে আছেন।
এরপর আন্তর্জাতিক ইমিগ্রেশনের ওসি) কামরুজ্জামানের কাছে ফোন দিয়ে বন্দরের ইমিগ্রেশন কাস্টমসে প্রবেশের অনুমতি মেলে।

ভিডিও দেখতে, এখানে ক্লিক করুন

ইমিগ্রেশনের তথ্য নিয়ে বন্দরের ভেতর থেকে বেরিয়ে আসার সময়ে বন্দর পরিচালক রেজাউল করিমের ক্যাডার খ্যাত ট্রাফিক ইন্সপেক্টর নাহিদুজ্জামান ইমিগ্রেশনের ভিতরে সাংবাদিক প্রবেশ করেছে কেন? তা নিয়ে সাংবাদিকদের সঙ্গে বাক বিতান্ডে জড়িয়ে পড়েন। এমনকি সংবাদ পরিবেশন করলে সাংবাদিককে দেখে নেওয়ার ও হুমকি দেন

টিআই নাহিদুজ্জামানের  অসৎ আচরণ বিষয়ে বন্দরের পরিচালক রেজাউল করিমের মুঠোফোনে জানালে তিনি বলেন, আমি বেনাপোলে আসার পরে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য এই নাহিদুজ্জামান আন্তর্জাতিক ইমিগ্রেশনে ঢোকার গেটে বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে তিনি তার নির্বাচিত দালালদের ভিতরে প্রবেশ করিয়ে পাসপোর্ট যাত্রীদের জিম্মি করে টাকা আদায় করে থাকেন। বিষয়টি দীর্ঘদিনের অভিযোগ থাকলেও বন্দরের কর্তৃপক্ষ অজ্ঞাত কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন না।

 

নিউজের বিস্তারিত আরো আসছে………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *