বেনাপোলে দুই কোটি টাকা মূল্যের ২০টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোলে দুই কোটি ১২ লাখ টাকা মূল্যের ২০ টি স্বর্ণের বারসহ আতিয়ার রহমান(৫৫) নামে এক স্বর্ণ পাচারকারী আটক হয়েছে।

শনিবার (১৬ই ডিসেম্বর)  রাত ৮ টার দিকে বেনাপোল পুটখালী পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি ) সদস্যরা এ সব স্বর্ণের বারসহ তাকে আটক করেন।

সে বেনাপোল পুটখালী গ্রামের-মৃত মহর আলীর ছেলে। জব্দকৃত স্বর্ণের ওজন ২ কেজি ৩৬০ গ্রাম।

বিষয়টি নিশ্চিত করে খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল পিএসসি, ইঞ্জিনিয়ার্স মোহাম্মদ খুরশীদ আনোয়ার বলেন, আটকৃত আতিয়ার বেনাপোল এলাকার চিহ্নিত স্বর্ণ পাচারকারী। সে দীর্ঘদিন ধরে নানা ছদ্মবেশে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার করে আসছিলো। শনিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী গ্রামের পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে দুই কেজি ৩৬০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *