বিএসএফ’র গুলিতে গরু ব্যাবসায়ী নিহত

নিউজটি শেয়ার লাইক দিন
ঠাকুরগাঁও প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাবুল আক্তার (৪৬)  নামের এক বাংলাদেশি গরু ব্যাবসায়ী নিহত হয়েছে। শনিবার ভোর ৪ টার সময় বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত সাবুল উপজেলার আমজানখোর ইউনিয়নের তারাঞ্জুবাড়ী গ্রামের রমিজ উদ্দীনের ছেলে বলে জানা যায়।

সীমান্ত সূত্রে জানা গেছে, শনিবার ভোররাতে পাড়িয়া সীমান্তের ৩৮৪/২ এস মেইন পিলার বরাবর ভারতীয় বারোঘড়িয়া ক্যাম্প তারকাটার সংলগ্ন এবং বাংলাদেশ সীমান্তের ৫০ গজ অভ্যন্তরের নো ম্যানস ল্যান্ড দিয়ে অবৈধপথে প্রবেশের সময় বিএসএফ গুলি ছুড়লে আহত হন সাবুল আকতার। পরে আহত অবস্থায় পালিয়ে আসার সময় তার মৃত্যু হয়। এর পরে তার মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ। তবে দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ ফেরত দেবার বিষয়ে বিজিবি এবং বিএসএফ’র মধ্যে কোন ধরনের বৈঠক হয়নি । বালিয়াডাঙ্গী থানার ওসি তদন্ত এ কে এম আতিকুর রহমান বিএসএফ এর গুলিতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ২০১৯ সালের শুরুর দিকেও জানুয়ারিতে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সীমান্তে ৪ এবং বছরের শেষের মাস ডিসেম্বরে ৩ বাংলাদেশিকে গুলি করে হত্যা করে বিএসএফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *