ফ্রান্সে মুসলিমদের হত্যা করে তা দিয়ে সাবান চিরুনি তৈরি করত

নিউজটি শেয়ার লাইক দিন

আন্তর্জাতিক ডেস্ক:আলজেরিয়ার এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, উপনিবেশিক আমলে আলজেরিয়ার মুসলমানদের হাড়, চিনি এবং সাবান তৈরিতে ব্যবহার করেছিল ফ্রান্স। আলজেরিয়ার প্রেসিডেন্টের একজন ইতিহাসবিষয়ক উপদেষ্টা আবদেল মাজিদ চেখ দেশটির বার্তা সংস্থার কাছে এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

আবদেল মাজিদ চেখ, আলজেরিয়ায় ফ্রান্সের উপনিবেশিক শাসনামল (১৮৩০-১৯৬২) নিয়ে সংরক্ষিত নথিপত্র নিয়ে গবেষণা কাজে দেশটির প্রেসিডেন্ট আবদেল মাজিদ তেবৌন কর্তৃক নিয়োজিত আছেন। তিনি বলেছেন, ফ্রান্স পরিকল্পিত গণহত্যা চালিয়েছে আলজেরিয়ায়। তারা বহু মুসলমান আলজেরিয়ানদের হত্যা করে তাদের হাড়গোর সাবান এবং চিনির ছাঁকনি তৈরিতে ফ্রান্সের মার্সেইতে পাঠানো হতো।
তিনি আরও যোগ করেন, সেই সময়ে আফ্রিকার মধ্যে আলজেরিয়া ছিল ফ্রান্সের নৃশংস কর্মকাণ্ডের অন্যতম ক্ষেত্র, এখানে ফ্রান্সের অভিজাত সমাজের মানুষজন সরাসরি দাস ব্যবসায় যুক্ত ছিল। সে সঙ্গে তারা যা যা করেছে তার প্রত্যেকটি সংরক্ষিত আছে।

চেখ আরও বলেন, ফ্রান্স এখন এই সব নথিপত্র প্রকাশ করতে দিতে চায় না। চেখির মতে, ফ্রান্স ভয় পায় এতে করে তাদের উপনিবেশিক চরিত্র সবার সামনে উন্মোচিত। আন্তর্জাতিক রীতি নীতি অনুসারে ফ্রান্সের সেই অন্ধকার যুগের নথিপত্র প্রকাশের দাবি জানিয়েছেন চেখ। বিষয়টি নিয়ে তিনি আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *