প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে যশোরে ৬১০ ভূমিহীন পাচ্ছেন নতুন ঘর

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদের উপহার হিসাবে ৬১০ ভূমিহীন পরিবার পচ্ছেন নতুন ঘর।

আগামী ২৬ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপকারভোগীদের মধ্যে ঘরের চাবি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী।

যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান জানান, মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। আশ্রায়ণ-২ প্রকল্প থেকে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরো জানান, আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় যশোর জেলায় প্রথম ও দ্বিতীয় পর্যায়ে এ পর্যন্ত ১১৮১ জন ‘ক’ শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পরিবার প্রতি ২ শতাংশ খাস জমি ও নির্মিত ঘর প্রদান করা হয়েছে। এ জেলায় তৃতীয় পর্যায়ে ৬১০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পাকা ঘর দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *