পুলিশ ফাঁড়ির সামনে মাদকের কারবার নিয়ে মাথা ফাটালো কিশোরের

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: পুলিশ ফাঁড়ির সামনে মাদকের কারবার নিয়ে ইউসুফ (১৪) নামে কিশোরকে মাথা ফাটালো আঁকাশ (১৬) নামে অপার এ কিশোর।

সোমবার (২৯ শে মে ২০২৩) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যশোর যশোর চাচড়া পুলিশ ফাঁড়ির ১০০ গজ দূরে মাগুর পটির মোড়ে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত ইউসুফ পুলিশ ফাঁড়ির অপজিটে পুরাতন মোজো ফ্যাক্টরির গোডাউনের পাশে মুকাররাম হোসেনের ছেলে। অপরদিকে আকাশ যশোর মাগুরপট্টি চায়ের দোকানদার জিনের নাতি ছেলে।

স্থানীয়রা জানান, মাগুরপট্টি মোড়, মৎস্য বিক্রয় কেন্দ্রের আশেপাশে, রায়পাড়া, রেলস্টেশন এলাকা, বিএডিসি সারগোডাউনের আশেপাশে, চোরমারা দিঘির পাড়ে, চাচড়া বাজার, পলিরহাট বাজার, বেড়বাড়িয়া, শিশু জেলখানার আশেপাশে, পুলেরহাট ভাবির চায়ের দোকানের আশেপাশে প্রতিনিয়ত নির্বিঘ্নে মাদকের বেচা কেনা হচ্ছে। এসব মাদকের পাওনা টাকা নিয়ে প্রতিনিয়ত উঠতি বয়সি কিশোরীদের মধ্যে ঝগড়া-বিবাদ ও সংঘর্ষের মতো ঘটনা ঘটছে।

মাদক বেচাকেনার টাকা নিয়ে সংঘর্ষের ভিডিও দেখতে, এখানে ক্লিক করুন

সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাগুরপটির মোড়ে মাদকের দেনা পাওনা নিয়ে আকাশ ও ইউসুফের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আকাশের হাতে থাকা লোহার রড দিয়ে ইউসুফের মাথায় আঘাত করলে, তার মাথা ফেটে যায়। এরই মধ্যে একজন পুলিশ সদস্য ঘটনাস্থলে এসে বিষয়টি মীমাংসা করার পর আহত ইউসুফকে তার স্বজনরা সেখান থেকে চিকিৎসার জন্য নিয়ে যায়।

 

বিষয়টি নিয়ে যশোর চাচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ তরিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। তবে খোঁজখবর নিয়ে বিষয়টি জানাবেন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *