নৌকা নিয়ে চতুর্থবারে আফিল হ্যাটটিকে নাবিল

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চতুর্থবারে মত বিজয়ী হয়েছেন যশোর (শার্শা)- এক আসনের শেখ আফিল উদ্দিন এবং একই প্রতীক নিয়ে তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছেন যশোর (সদর) দুই আসনের কাজী নাবিল আহমেদ।

রবিবার (৭ জানুয়ারি) রাত ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে এই ফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। তিনি জানান,

যশোর-১ (শার্শা) আসনে নৌকা প্রতীক নিয়ে শেখ আফিল উদ্দিন টানা চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন। এ আসন থেকে তিনি এবার ১ লাখ ৫ হাজার ৪৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন পেয়েছেন ১৯ হাজার ৪৭৭ ভোট। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আখতারুজ্জাম পেয়েছেন ২১৫১ ভোট। এ আসনে মোট ভোটারের সংখ্যা ছিলো ২,৯৪৬৯২ জন।

https://www.novanews24.com/wp-content/uploads/2023/12/MP-Nabil.jpg

অন্যদিকে, যশোর (সদর)- ৩ আসনে ১৮৯টি কেন্দ্রের মধ্যে সবকটির ফল অনুযায়ী, নৌকা প্রতীকে কাজী নাবিল পেয়েছেন এক লাখ ২১ হাজার ৭২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ ঈগল প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ৫১১ ভোট।

এছাড়া বাকি ছয় প্রতিদ্বন্দ্বী যথাক্রমে বিকল্প ধারা বাংলাদেশের মারুফ হাসান কাজল কুলা প্রতীকে ৫৫৫, জাতীয় পার্টির মাহবুব আলম লাঙ্গল প্রতীকে তিন হাজার ৭১০, ন্যাশনাল পিপলস পার্টির অ্যাডভোকেট সুমন কুমার রায় আম প্রতীকে ৬৩৩, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. তৌহিদুজ্জামান বটগাছ প্রতীকে এক হাজার ২৪৬, তৃণমূল বিএনপির মো. কামরুজ্জামান সোনালী আঁশ প্রতীকে ৩৮৯ ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের শেখ নুরুজ্জামান নোঙর প্রতীকে ২২৪ ভোট পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *