নাড়ির টানে নয়, এলাকায় আসেন চুরির টানে

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:ঢাকায় যারা থাকেন, তারা গ্রামে আসেন নাড়ির টানে। কিন্ত কেউ কেউ আবার আসেন ভিন্ন উদ্দেশ্যে। রাজশাহীর বাগমারার বাগান্না গ্রামের রানা হোসেন (২৬), নওগাঁর মান্দা উপজেলার আবিদ্যপাড়ার সান্টু ইসলাম (২৩) ও পারশিমলা গ্রামের মইনুল ইসলাম (২৪) এক বছর ধরে ঢাকায় থাকেন। মাঝে মধ্যে এলাকায় এসে আবার চলে যান। তবে তারা এলাকায় বেড়াতে নয়, আসেন চুরি করতে। চুরি করেই ফিরে যায় তারা। তবে শেষ রক্ষা হয়নি। অটোভ্যান চুরি করে বিক্রি করতে গিয়ে ধরা পড়েছেন তারা।

বাগমারা থানা পুলিশ জানায়, শনিবার সকালে বাগান্না গ্রামের মাসুদ রানার একটি অটোভ্যান চুরি হয়। অনেক খোঁজাখুঁজির পরও অটোভ্যানটি তিনি উদ্ধার করতে পারেননি। বিকালে তার হারানো অটোভ্যানটি নিয়ে রানা হোসেন, সান্টু ইসলাম ও মইনুল ইসলাম নামে তিনজনকে গজমতখালী সেতুর দিকে যেতে দেখেন স্থানীয়রা। তারা তাদের থামিয়ে চ্যালেঞ্জ করেন। একপর্যায়ে সান্টু সটকে পড়েন। পরে লোকজন বাকি দুজনকে আটক করে বড়বিহানালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের কাছে সোপর্দ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাদের থানায় সোপর্দ করা হয়। রাতেই মান্দা থানার পুলিশ সান্টুকে আটক করে।
এ ঘটনায় বাগান্না গ্রামের অটোভ্যানচালক মাসুদ রানা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ওই মামলায় এই তিনজনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

বড়বিহানালী ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদে রানা হোসেন ও মইনুল বলেন যে, তারা বাগমারা ও মান্দা এলাকার বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানে চুরি করে মালামালগুলো সুবিধাজনক স্থানে বিক্রি করে ঢাকায় চলে যান। সেখানে গিয়ে টাকার ভাগ-বাটোয়ারা করেন।

বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ কুমার চন্দ বলেন, এই তিনজন এলাকায় চুরি করে ঢাকায় চলে যেতেন। অটোভ্যানচালক মাসুদ রানার মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এলাকার কয়েকটি দোকানে চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এগুলো খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *