জমি দখল-চাঁদাবাজির অভিযোগে আশুলিয়ায় যুবলীগ নেতা আটক

নিউজটি শেয়ার লাইক দিন
নিজস্ব প্রতিনিধি:জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সাত নং ওয়ার্ডের ইউপি সদস্য মঈনুল ইসলাম ভুঁইয়াকে (৩২) আটক করেছে পুলিশ
মঙ্গলবার ভোরে তাকে আশুলিয়ার বাইপাইল থেকে আটক করে আশুলিয়া থানা পুলিশ। মঈনুল ইসলাম আশুলিয়ার গাজিরচট এলাকার আব্দুস সালাম ভুঁইয়ার ছেলে।

পুলিশ জানায়, মঈনুল ইসলাম ভুঁইয়া আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হওয়ার পর থেকে জমি দখল-চাঁদাবাজি ও টেন্ডারবাজি করে আসছিল। মঙ্গলবার ভোরে সুনির্দিষ্ট চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে তাকে বাইপাইল এলাকা থেকে আটক করা হয়। বর্তমানে তাকে আশুলিয়া থানায় রাখা হয়েছে।মঈনুল ইসলাম ভুঁইয়াকে আটক করায় স্থানীয়রা বগাবাড়ি এলাকায় মিষ্টি বিতরণ করেছে। তার গ্রেফতারে সাভার ও আশুলিয়ায় অনেক যুবলীগ নেতা গা ঢাকা দিয়েছেন।

আটকের বিষয়টি নিশিচত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) শেখ রিজাউল হক দিপু। এ ঘটনায় তার বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা (মামলা নং-৫৩) দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *