খালেদাকে দেশ গড়ার কারিগর বলে মণিরামপুরে তোপের মুখে আ. লীগ নেতা

নিউজটি শেয়ার লাইক দিন

মনিরামপুর প্রতিনিধি: ২৬ই মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা চলছিল। এরই মাঝে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেশ গড়ার কারিগর বলে সমালোচনার মুখে পড়েছেন আওয়ামী লীগ নেতা আব্দুল হাই।

গত শুক্রবার ২৫ মার্চ গণহত্যা স্মরণে এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

তিনি যশোরের মণিরামপুরের চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক। আব্দুল হাই তাঁর বক্তব্যে বলেন, ‘২৬ মার্চ পাকিস্তানিরা বাংলাদেশের মানুষকে গণহারে হত্যা করেছিল। তারপর বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে স্বাধীনতা সার্বভৌমত্ব পেয়েছিল। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপ দিয়েছেন। আজকে বাংলাদেশের মানুষ তাকিয়ে দেখুন, দেশ গড়ার কারিগর উন্নয়নের কারিগর দেশনেত্রী খালেদা জিয়া। এ কথা মনে রেখে আগামী নির্বাচনে…। ’
এ সময় একজন ‘দেশনেত্রী শেখ হাসিনা’ বলে ওঠেন। তখন হাই ‘দেশনেত্রী শেখ হাসিনা’ বলে বক্তব্য শেষ করেন। এ বিষয়ে গতকাল আব্দুল হাই বলেন, ‘মিসটেক হতে পারে। শেখ হাসিনার নাম বলতে যেয়ে খালেদার নাম বলা পড়ে যেতে পারে। ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *