করোনায় ভারতে একদিনে আরো ৪১২০ জনের মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

আন্তর্জাতিক ডেস্ক:করোনা মহামারিতে বিপর্যস্ত ভারতে মৃত্যুর মিছিল চলছেই। কোনক্রমেই থামছে না ভারতে করোনাভাইরাসের এই মহা বিপর্যয়।গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৪ হাজার ১২০ জন। পাশাপাশি দৈনিক আক্রান্তের সংখ্যা ফের ছাড়িয়েছে সাড়ে তিন লাখের ঘর। বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যাও।

বৃহস্পতিবার (১৩ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৬২ হাজার ৭২৭ জন। যা বুধবারের তুলনায় প্রায় সাড়ে ১৪ হাজার বেশি। সর্বশেষ এই পরিসংখ্যান নিয়ে মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৩৭ লাখ ৩ হাজার ৬৬৫ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ১২০ জন। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৮ হাজার ৩১৭ জনে।

ভারতে ভাইরাসে আক্রান্ত নতুন রোগী বাড়লেও গত দুইদিনে হ্রাস পেয়েছিল সক্রিয় রোগীর সংখ্যা। তবে গত ২৪ ঘণ্টায় দেশটিতে সক্রিয় রোগী বেড়ে প্রায় ৬ হাজার। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ভারতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩৭ লাখ ১০ হাজারের বেশি। সূত্র: এএনআই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *