এবার যশোরে ইভ্যালির চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: দেশজুড়ে বহুল আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি লিমিটেডের চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

মঙ্গলবার দুপুরে যশোর শহরের ষষ্টিতলাপাড়ার ইমান আলীর ছেলে সামসুজ্জামান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

এর আগে আলোচিত এই প্রতিষ্ঠানটি প্রতারণার মাধ্যমে গ্রাহকের কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে আটক হয়েছিল।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, সামসুজ্জামান সামাজিক যোগাযোগ মাধ্যমে ইভ্যালির পণ্য বিক্রির বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হন। এরপর তিনি ইভ্যালির ওয়েবসাইট দেখে একটি টিভিএস অ্যাপাচি মোটরসাইকেল কেনার অর্ডার করেন। যার দাম ছিল এক লাখ ৭০ হাজার টাকা।

টাকা পরিশোধের পর ৪৫ দিনের মধ্যে মোটরসাইকেল পাওয়া যাবে বলে উল্লেখ করা হয়। কিন্তু নির্ধারিত দিন অতিবাহিত হওয়ার পরও মোটরসাইকেল না পাওয়ায় কোম্পানির অফিসে যোগাযোগ করলে আসামি চেয়ারম্যান স্বাক্ষরিত একটি চেক দেন। চেকটি ব্যাংকে জমা দিলে পর্যাপ্ত টাকা না থাকায় ডিজঅনার হয়।

বিষয়টি নিয়ে কয়েক দফায় আসামিকে লিগ্যাল নোটিশ প্রদান করা হলো তার থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। একপর্যায়ে মঙ্গলবার দুপুরে জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে বাদী ইভ্যালির চেয়ারম্যানের বিরুদ্ধে চেক ডিজঅনার ও প্রতারণার মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *