আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোর-চুয়াডায়, সপ্তাহ জুড়ে থাকতে পারে শীতের তীব্রতা

নিউজটি শেয়ার লাইক দিন

ডেক্স নিউজ: গত কয়েকদিন ধরে দে জুড়ে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। তার সাথে যোগ হয়েছে খেটে খাওয়া মানুষের দুর্বিসহ জীবন। তীব্র এ শীত উপেক্ষা করে ছুটছে কাজের সন্ধানে । আগামী এক সপ্তাহ এ শীত পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (৮ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। সকালে যশোর ও চুয়াডাঙ্গায় এ তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এটাই চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

গত কিছুদিন ধরে ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চলে ঘন কুয়াশা পড়ছে। তাই মিলছে না রোদের দেখা। দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে যায়। সঙ্গে উত্তরের বাতাস থাকায় দেখা দিয়েছে কনকনে ঠান্ডা। এরমধ্যে আবার তাপমাত্রা কমে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

গত চার-পাঁচদিনের মধ্যে কেবল শুক্রবার দুপুরে সূর্যের দেখা মিলেছিল ঢাকায়। রোববার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা একদিন আগে ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র শীতের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ঘন কুয়াশায় বিঘ্ন ঘটছে যান চলাচলে। ঘটছে দুর্ঘটনা। দেখা দিচ্ছে নানা রোগ।

শনিবার দেশের ১১ জেলা ছাড়াও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছিল।

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, রোববার টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এসময় সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে জানিয়ে তিনি বলেন, দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য কমে যাওয়ার কারণে সারাদেশে মাঝারি থেকে তীব্র শীতের অনুভূতি থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *