আকাশে একসঙ্গে ৫ সূর্য, ভিডিও ভাইরাল!

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক:আকাশে একটি সূর্য পাঁচটি হয়ে যাচ্ছে। শুনতে অদ্ভুত শোনালেও একসঙ্গে আকাশে পাঁচ সূর্য দেখতে পাওয়ার মতোই বিরল ঘটনা ঘটলো। ঘটনাটি চীনের অভ্যন্তরীণ প্রদেশ মঙ্গোলিয়ায় ঘটেছে। সেখানে একসঙ্গে পাঁচটি সূর্যের প্রতিফলন জ্বলজ্বল করতে দেখা গেছে। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। এই মহাজাগতিক ঘটনার ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে এমন বিরল মহাজাগতিক দৃশ্য দেখা গেছে। এই দৃশ্যকে বলা হচ্ছে ‘সান ডগ।’ বাতাসে যদি একগুচ্ছ বরফের ক্রিস্টাল ভাসতে দেখা যায়, তাহলে তাতে সূর্যের আলো বিচ্ছুরিত হয়ে এমন দৃশ্য দেখা যায়। এতে সূর্যের অপর পিঠের একটা ইমেজ সামনে আসে। আপাতদৃষ্টিতে এটিকে ভৌতিক মনে হলেও এমন দৃশ্যের এটি হলো এর বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। এই বিরল দৃশ্য শীতকালের হিমেল প্রবাহ ছাড়া দেখা যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *