৬৯ বছর পর বিয়ে

নিউজটি শেয়ার লাইক দিন

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তারাটি ইউনিয়নের কলাদিয়া গ্রামের বাসিন্দা তোতা মিয়া। সাত ভাই বোনের মধ্যে তিনি ছোট। তিনি স্বনির্ভর হয়ে বিয়ে করতে সময় নিয়েছেন ৬৯ বছর। ৭১ বছরে বয়সে সন্তানের বাবাও হয়েছেন।

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তারাটি ইউনিয়নের কলাদিয়া গ্রামের বাসিন্দা তোতা মিয়া। সাত ভাই বোনের মধ্যে তিনি ছোট। তিনি স্বনির্ভর হয়ে বিয়ে করতে সময় নিয়েছেন ৬৯ বছর। ৭১ বছরে বয়সে সন্তানের বাবাও হয়েছেন।

বর্তমানে তিনি ২০ একর জমির মালিক। গ্রামের মানুষের সুবিধার্থে প্রতিষ্ঠা করেছেন কয়েকটি প্রতিষ্ঠান। নিজ নামে সরকারি প্রাথমিক স্কুল, কওমি মাদ্রাসা, জামে মসজিদ, কবরস্থান, ঈদগাহ মাঠ প্রতিষ্ঠা করেছেন তিনি। এছাড়া একটি কলেজ ও বৃদ্ধাশ্রম গড়ে তুলতে দুই একর জমিও দান করেছেন তোতা মিয়া।

তোতার ৬৯ বছর বয়সে তাকে বিয়ে করতে রাজি হয়েছিলেন উপজেলার কুমারগাতা ইউনিয়নের মনতলা গ্রামের ২৩ বছর বয়সী আকলিমা খাতুন। আকলিমার এক মেয়ে আছে এবং তার আগেকার বিয়ে বিচ্ছেদ হয়। তোতাকে বিয়ে করার দুই বছরের মধ্যেই অর্থাৎ চলতি বছরের ১৮ জুলাই তাদের এক ছেলে হয়। তোতার এখন সময় কাটছে ছোট শিশুটিকে ঘিরেই।

তোতা মিয়া জানান, শৈশব থেকে স্বাবলম্বী হয়ে ওঠতে আমাকে অনেক ধাপ পার হতে হয়েছে। কলা, আলু চাষাবাদ করে আমি আজ সম্পদের মালিক হয়েছি। মানুষের কল্যাণে প্রতিষ্ঠান গড়ে তুলেছি। এজন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। সফল হতে গেলে বয়স লাগে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *