সাংবাদিক রোজিনা ইসলাম আদালতে, পাঁচ দিনের রিমান্ড আবেদন

নিউজটি শেয়ার লাইক দিন

নিউজ ডেস্ক  :প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে আদালতে হিাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

সিএমএম আদালতের রমনা থানার নিবন্ধন কর্মকর্তা নিজাম উদ্দিন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় তাকে আদালতে নেয়া হয়। সেখানে হাজতখানায় রাখা হয়েছে তাকে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জসিমের আদালতে রিমান্ড আবেদনের শুনানি হবে।

নিজাম উদ্দিন ফকির জানিয়েছেন, শাহবাগ থানার পুলিশ পরিদর্শক আরিফুর রহমান সরদার সাংবাদিক রোজিনা ইসলামের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছেন।

সকাল ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শুনানির নির্দিষ্ট সময় জানা যায়নি।

প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, পেশাগত দায়িত্ব পালনের জন্য সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সেখানে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।

রাত সাড়ে ৮টার দিকে পুলিশ তাকে শাহবাগ থানায় নিয়ে যায়। রাত পৌনে ১২টার দিকে পুলিশ জানায়, রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *