শার্শা সীমান্তে ২০টি স্বর্ণেরবার উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার নারকেল বাড়িয়া সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২০ টি স্বর্ণের বার উদ্ধার হয়েছে।

সোমবার (২১শে নভেম্বর ২০২২) সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা উপজেলা নারকেলবাড়িয়া সীমান্তের অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণের স্বর্ণের বার উদ্ধার করেন। এসব স্বর্ণ পাচারের দায়ে বিজিবি সদস্যরা তারিকুল ইসলাম তারেক (৪০) নামে এক পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা দায়ের করা হয়েছে। সোমবার সন্ধ্যায় যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

পলাতক আসামী তারিকুল ইসলাম তারেক জেলার শাশা উপজেলার শালকোনা গ্রামের মৃত আব্দুল আজিজ এর ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার নারকেল বাড়িয়া সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সীমান্ত মেইন পিলার ২৯/০২-এস হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালু মিয়ার আম বাগানের মধ্য দিয়ে সাদা শার্ট পরিহিত একজন ব্যক্তি গোলাপী রঙের ব্যাগ হাতে ভারত সীমান্তের দিকে যাচ্ছে। ওই ব্যক্তির চলাচল সন্দেহজনক হওয়ায় বিজিবির টহল দল তাকে চ্যালেঞ্জ করলে হাতে থাকা ব্যাগ সরিষা ক্ষেতের মধ্যে ফেলে ভারতের দিকে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা স্থানীয় কৃষকের সহায়তায় সরিষা ক্ষেত তল্লাশী করে ব্যাগটি‌ উদ্ধার করেন। পরে ব্যাগটির চেইন খুলে তল্লাশি করে ২০টি স্বর্ণের বার দেখতে পান। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২ কেজি ৩৩০ গ্রাম। এসব স্বর্ণের বাজার মূল্য ২ কোটি ১৭ লাখ ৮৫ হাজার ৫০০  টাকা। স্বর্ণ পাচারের দায় তারিকুল ইসলাম তারেক নামে একজনের বিরুদ্ধে শার্শা থানায় মামলা দায়ের করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *