রংপুর আইকন ড্রিম স্কুল এ শিক্ষা সফর বাধ্যতামুলক

নিউজটি শেয়ার লাইক দিন

এস এম রাফাত হোসেন, রংপুর ।। সারা বিশ্ব যখন করোনা ভাইরাস নিয়ে চিন্তিত এমন কি বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতেও বিভিন্ন অনুষ্ঠান রদবদল সহ স্থগিত করা হয়েছে ঠিক তখন রংপুরে সদ্য প্রকাশ পাওয়া একটি কিন্ডার গার্ডেন স্কুল শিক্ষার্থীদের বনভোজনে যাওয়া বাধ্যতামুলক করেছে।

রংপুর মেডিক্যাল পুর্বগেট বুড়িরহাট রোডে সদ্য প্রকাশ পাওয়া আইকন ড্রিম স্কুল নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামে অভিযোগ তুলেছে ঐ স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক জানান, শিক্ষা প্রতিষ্ঠানটি শুধু মাত্র শিক্ষার্থীদের বনভোজনে যাওয়া বাধ্যতামুলক করেনি সাথে একজন অভিভাবকেও বাধ্যতামুলক সঙ্গে যেতে হবে বলে জানিয়েছে। তারা অপারগতা ও বর্তমান (করোনা ভীতি) অবস্থায় শিশু শিক্ষার্থীদের বনভোজনে পাঠাবেন না জানালে স্কুল এডমিন এলিনা শিকদার অভিভাবকদের সাথে খারাপ আচরণও করেন বলে অভিযোগে জানান।

এ ব্যাপারে আইকন ড্রিম স্কুলের বনভোজনের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে থাকা নম্বরে (০১৯৫৮৫৫৫৬৬৬) ১৪ই মার্চ শনিবার জানতে ফোন দিলে স্কুল এডমিন এলিনা শিকদার সাংবাদিকের সাথেও খারাপ আচরণ করেন এবং জানান, তাদের স্কুল ১২ই মার্চ  বৃহস্পতিবার রাতে বনভোজনের সিদ্ধান্ত বাতিল করেন তবে শুক্রবার স্কুল বন্ধ থাকায় তা কাউকে জানো সম্ভব হয়নি তবে ১৪ই মার্চ শনিবার নোটিস মারফত স্কুল উপস্থিতিদের জানিয়ে দেয়া হয়েছে।

এই রিপোর্ট টি লেখার সময় ও বেশ কিছু অভিভাবক এ সিধান্তের ব্যাপারে জানেনা বলে জানান, তারা এ ও জানান যে আমার বাচ্চা স্কুলে যায়নি কিন্তু স্কুলের উচিৎ ছিল ম্যাসেজটি অভিভাবকদের পৌছিয়ে দেয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *