যশোর লটারীর প্রতারক চক্রের ৬ সদস্য আটক

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি,যশোর:অবশেষে যশোরে সেই লটারী প্রতারক চক্রের ৬ সদস্যকে আটক করেছে যশোর মডেল থানার পুলিশ। এ চক্রের সদস্যরা দীর্ঘ দিন ধরে জেলার বিভিন্ন এলাকায় গিয়ে ফ্রিজ, এলইডি টিভি, মাইক্রো ওভেন, ল্যাপটপ, সেলাই মেশিন, মোটর সাইকেলসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স পন্য কম দামে লটারীর মাধ্যমে বিক্রয়ের নামে প্রতারণা করে আসছিলো। গতকাল প্রতারণার দায়ে এক ব্যক্তি মামলা করলে থানা পুলিশ বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে যশোর কোতয়ালী মডেল থানার উত্তর লতিলাদাহ রবিউল ইসলাম এর বাড়ীর কাছে “সিকদার সুইটস্” হোটেল এর সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ১। মোঃ রুমন মোল্যা (২২), পিতা-মৃত সলেমান, সাং-মহাশুদ্ধি ছোট মুচকুন্নী, থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুর, ২। মোঃ রেজাউল ইসলাম (৩০), পিতা-মৃত বালাম খান, সাং-শাহমুলকাদী, ৩। মোঃ রাকিবুল (১৯), পিতা-মোঃ ইদ্রিস শেখ, সাং-ছোট মুচকুন্নী, ৪। মোঃ আসলাম মোল্যা(২৪), পিতা-মোঃ মনু মোল্যা, সাং-ছোট মুচকুন্নী, সর্ব থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুর, ৫। মোঃ রনি(২১), পিতা-মোঃ জুলহাস পিয়াসা, সাং-আকন্দকান্দি, থানা-জাজিরা, জেলা-শরিয়তপুর, ৬। শামীম খন্দকার (২৫), পিতা-মৃত আঃ সালাম, সাং-বাহারা, থানা-মুকসুদপুর, জেলা-গোপালগঞ্জগণ।
এসময়ে তাদের কাঝ থেকে ৮৩০ টি আল নুর এন্টারপ্রাইজ এর নামে ইলেক্ট্রনিক বিভিন্ন পন্যের ছবি সম্বলিত দারুন ডিসকাউন্ট অফার স্ক্র্যাচ কার্ড, যাহাতে এমআরপি-১৫০ টাকা লেখা, (খ) ০৪টি খাকি রংয়ের কাটুন, যাহার প্রতিটির গায়ের ইংরেজিতে ইখ ২র্২র্ কম্পিউটার মনিটর লেখা, যাহার ০২টি প্যাকেটের মধ্যে ১৯ ইঞ্চি এলইডি টিভি এবং অপর দুইটির মধ্যে ১৮.৫ ইঞ্চি এলইডি টিভি, যাহার প্রতিটির টিভির সামনে সনি স্টিকার লাগানো, যাহার মুল্য অনুমান ৩০০০দ্ধ৪=১২,০০০ টাকা, (গ) ০২টি খাকি রংয়ের কাটুন, যাহার একটি কাটুন এর গায়ের হামিম এলইডি টেলিভিশন সনি ২৪ ইঞ্চি, অপর ০১টি কাটুনের ২৪ ইঞ্চি এলইডি টিভি লেখা, যাহার দুইটি কাটুনের মধ্যে ২৪ ইঞ্চি এলইডি টিভি, যাহার প্রতিটির টিভির সামনে সনি স্টিকার লাগানো, যাহার মুল্য অনুমান ৪,০০০দ্ধ২=৮,০০০ টাকা ভূয়া সনির পন্য জব্দ করা হয়।

যশোর মডেল থানার অফিস ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, প্রতারক চক্রের সদস্যরা দীর্ঘ দিন ধরে যশোরের বিভিন্ন অঞ্চালে স্ক্র্যাচ কার্ড এর মাধ্যমে “দারুন ডিসকাউন্ড অফার” এর আল নুর এন্টারপ্রাইজ, হেড অফিসঃ সুন্দরবন স্কয়ার মার্কেট নাম ব্যবহার করে প্রতারণা করে আসছিল। এক পর্যায়ে দু’দিন আগে এক ব্যক্তি তাদের টোকেন কেনেন ১৫০ টাকা দিয়ে। এর প্রত্যারক চক্র বলে আপনার একটি অরজিনাল সনি টিভি পেয়েছেন। ৬৫০০ টাকা দিলে আপনী সনি টিভিটা পেয়ে যাবেন। গ্রাহক ৬৫০০ টাকা দিলে প্রতারক চক্র অতি নিন্মমানের একটি টিভি দিয়ে বলে এটি সনি টিভি। এর পর ওই গ্রাহক থানায় মামলা করলে বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতদের নামে বৃহস্পতিবারে প্রতারণার মামলা দিয়ে আদালতে হস্তন্তর করা হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *