যশোরে ৯ কেজি স্বর্ণসহ প্রাইভেটকার জব্দ

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: যশোরে ৯ কেজি ওজনের স্বর্ণের বারসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ই ফেব্রুয়ারি ২০২৩) দুপুর ২ টার দিকে যশোর বেনাপোল  রোডে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ স্বর্ণের বারসহ প্রাইভেটকার টি জব্দ করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী।

বিজিবি পক্ষ থেকে জানানো হয়েছে,গত ১৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ বিএ-৬৫০৭ লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, অধিনায়ক, খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর নিজস্ব সোর্সের তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, স্বর্ণের একটি বড় চালান প্রাইভেটকার যোগে খুলনা ব্যাটালিয়েনের সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে ভারতে পাচার হতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে অধিনায়ক, খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর হতে একটি বিশেষ টহল দল যশোর জেলার শার্শা উপজেলার জামতলা নামক স্থানে গোপনীভাবে সাথে অবস্থান নেয়। স্বর্ণ চোরাকারবারীরা বিজিবি এর উপস্থিতি বুঝতে পেরে দ্রুততার সাথে গাড়ী চালিয়ে পালিয়ে যেতে থাকে। গাড়ীটিকে ধরার জন্য ব্যাটালিয়নের টহল দল কর্তৃক ধাওয়া করলে গাড়ীটি দ্রুত গতিতে চালিয়ে যাবার এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ রাজার হাট নামক এলাকায় উল্টে যায়। পরবর্তীতে গাড়ীর চালক এবং চোরাকারবারীরা গাড়ীটি উক্ত স্থানে ফেলে প্রাথমিকভাবে পালিয়ে যায়। গাড়ীটিতে থাকা স্বর্ণ উদ্ধার করার জন্য চোরাকারবারীরা ঘটনাস্থলে যাবে এমন তথ্য অধিনায়ক, খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) গোপন সূত্রে জানতে পেরে গাড়ীটির দূর্ঘটনার স্থানে খুলনা ব্যাটালিয়নের টহল দলটি সময় সল্পতার কারণে যথাসময়ে পৌছানো সম্ভব হবে না। তৎক্ষনাত যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কে অবগত করা হয়।  যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহল দল দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌছায় এবং ৮ কেজি ৯৭৪ গ্রাম ওজনের মোট ৬০ পিস স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য- ৮ কোটি ৯৭ লক্ষ ৪০ হাজার টাকা।

উল্লেখ্য, গত ২০২২ সাল হতে খুলনা ব্যাটালিয়নের অধিভুক্ত সীমান্ত এলাকা হতে মোট ২৪ বারে ২৩ জন আসামীসহ সর্বমোট ৭৫ কেজি ১২৭ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে। যার মূল্য-৫৮ কোটি ২ লাখ ১৩ হাজার ৬৮০  টাকা। ২৪ বারের মধ্যে আগস্ট-২০২২ মাসে ৪ বার, সেপ্টেম্বর-২০২২ মাসে ৬ বার, অক্টোবর-২০২২ মাসে ২ বার, নভেম্বর মাসে ৩ বার, ডিসেম্বর ২০২২ মাসে ১ বার, ২০২৩ সালের জানুয়ারি মাসে ৪ বার এবং চলতি ফেব্রুয়ারি মাসে ২ বার স্বর্ণ আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *