মরার উপর খাঁড়ার ঘা, বাড়লো বিদ্যুতের দাম !

নিউজটি শেয়ার লাইক দিন

বিশেষ প্রতিনিধি: দেশে মূল্যস্ফীতি বৃদ্ধি পাওয়ায় খেটে খাওয়া মানুষের জীবন যখন। উষ্টাগত তখন বিদ্যুতের দাম বাড়ায় আরো বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।

দেশে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের খুচরা দাম ইউনিট প্রতি ১৯ পয়সা বাড়ানো হয়েছে। ১ জানুয়ারি থেকে বিদ্যুতের নতুন এ দাম কার্যকর হবে। একইসঙ্গে এখন থেকে প্রতি মাসে বিদ্যুতের খুচরা দাম নিয়মিত সমন্বয় করা হবে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এক নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ানো হয়।

এর আগে রোববার (৮ জানুয়ারি) বিদ্যুতের দাম বৃদ্ধির ওপর গণশুনানির আয়োজন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তাতে বিদ্যুৎ বিতরণকারী ছয়টি প্রতিষ্ঠান/সংস্থা দাম বৃদ্ধির প্রস্তাব উত্থাপন করে। ওই শুনানিতে বিদ্যুতের দাম ১৫.৪৩ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছিল বিইআরসির কারিগরি কমিটি।

তবে গত ৩০ নভেম্বর বিইআরসি অধ্যাদেশ ২০২২ সংশোধনের কারণে সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পায় সরকার। ওই অধ্যাদেশের আওতায় বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা দিলো বিদ্যুৎ বিভাগ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *