বেনাপোলে ৫টি বাংলাদেশী পাসপোর্টসহ ভারতীয় নাগরিক আটক

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে বিভিন্ন দেশের ভিসা লাগানো ৫টি বাংলাদেশি পাসপোর্টসহ ইউসুফ আলী শেখ নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৭ জুন) সন্ধ্যায় প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের বিজিবি সদস্যরা। এ সময় তার ব্যাগ থেকে ১৬২ প্রকারা কসমেটিক্স ও থ্রি-পিস উদ্ধার হয়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল সায়েদ মিনহাজ সিদ্দিকী জানান, বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনালের সামনে রাস্তার উপর এক ব্যক্তিকে দেখতে পায় এবং তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে ধরে ব্যাগ তল্লাশী করা হয়। এক পর্যায়ে তার সাথে থাকা দুটি ব্যাগের মধ্যে পাঁচটি বাংলাদেশি পাসপোর্ট, ১৬২টি বিভিন্ন প্রকার কসমেটিক্স এবং ভারতীয় অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। আটক ভারতীয় নাগরিক ভারতের উত্তর চব্বিশ পরগনার বনগাঁ জেলার বাষানপোতা গ্রামের আমিন শেখের ছেলে ইউসুফ আলী শেখ (২৭)। উদ্ধারকৃত মালামাল ও পাঁচটি বাংলাদেশি পাসপোর্টসহ তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *