বেনাপোলে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক থেকে বিপুল পরিমাণের ফেনসিডিল উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোলে ভারত থেকে আমদানিকৃত পণ্যের আড়ালে আবারো ৫৯৯ বোতল ফেনসিডিল ও ঔষধ উদ্ধার হয়েছে।

রবিবার (৭ আগষ্ট) বেলা ১ টার সময় বেনাপোল বন্দর এলাকা থেকে ভারতীয় ফেনসিডিল ও পণ্য সহ ট্রাকটি আটক বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।

বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ন-কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী একটি ট্রাকে (ডই-৪১ঊ-০৯১৮) অবৈধ পণ্য ফেনসিডিল ও ঔষধ আসছে, এমন খবরে ভারতীয় ট্রাকটি আটক করে বেনাপোল কাস্টমস হাউজে নিয়ে আসা হয়। পরে, ট্রাকটি তল্লাশি করে ২৩ প্যাকেজে ৫৯৯ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পণ্য চালানটি মাইক্রোসেল পিটি ঘোষণায় আমদানিকৃত।

যার প্যাকেজ সংখ্যা ৮৪০, মেনিঃ নং- ২৭২১০/১ তাং-০৬-০৮-২২। আর আমদানি কারক স্মার্ট লহিদ ফুডওয়ার ইন্ড্রঃ, ঢাকা ও রপ্তানি কারক এস.এস ব্লো কেম প্রাঃ লিঃ, ইন্ডিয়া। পণ্য চালানটি রিসিভ করে সুজুতি এন্টারপ্রাইজ নামে একটি সিএন্ডএফ।
এবং আটক পণ্য চালান সহ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *